বিনোদন,টলিউড,টলিউড অভিনেত্রী,সোলাঙ্কি রায়,ট্রোলিং,Entertainment,Tollywood,Tollywood Actress,Solanki Roy,Trolling

‘ডিলিট করো’! সোশ্যাল মিডিয়ায় খোলা পিঠের ছবি দিয়ে ট্রোলিংয়ের শিকার ‘গাঁটছড়া’র খড়ি

টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী তিনি। ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে ওয়েব সিরিজ ও  বড়পর্দাতেও নিজেকে সাবলীল করে তুলেছেন অভিনেত্রী। ইচ্ছেনদী ধারাবাহিক থেকে শুরু করে একে একে প্রথমা কাদম্বিনী আর এখন গাঁটছড়া ধারাবাহিকে খড়ি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন সোলাঙ্কি রায়(Solanki Roy)।

টেলিভিশনের জনপ্রিয় নায়িকাদের তালিকাতে নাম রয়েছে তার। মন্টু পাইলট ওয়েব সিরিজে তার অসাধারণ অভিনয় বেশ প্রশংসনীয়। বর্তমানে অন্যান্য  অভিনেতা-অভিনেত্রীদের মত সোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তার ফ্যান ফলোইং সংখ্যাও নেহাত কম নয়। তবে প্রশংসা পাওয়ার সাথে সাথেই এবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

বলা যায়, খড়ির উপরে একপ্রকার তেড়ে এসেছেন দর্শকেরা। কিসের জন্য এমনটা হয়েছে? সম্প্রতি তিনি শাড়ি পরে  খোলা পিঠের একটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই নানা রকমের কুমন্তব্য জুটেছে তার জন্য। এর আগেও বহুবার তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীকে বরাবরই তার দর্শকেরা শাড়ি ও চুরিদারে দেখতে পছন্দ করেন।

তাই হঠাৎ করে এরকম পোশাকে দেখে আপত্তি জানিয়েছেন দর্শকেরা। অনেকে অবশ্য তাঁর অসাধারণ লুকের প্রশংসাও করেছেন। এই ফটোতে তাকে যে দারুন মানিয়েছে সে কথা জানিয়েছেন তাঁর ভক্তরা। সমালোচকদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নেটিজেন এর একাংশ। যদিও এই ছবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, এর আগেও মাঝেমধ্যে তিনি বোল্ড পোশাকে কোনো ছবি পোস্ট করলেই ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। তবে এই ট্রোলিং নিয়ে কখনোই কিছু মন্তব্য করেননি তিনি। অভিনেত্রী নিজের কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন।

Papiya Paul

X