বিনোদন,বলিউড,বলিউড গসিপ,তনুজা,বলিউড অভিনেত্রী Entertainment,Bollywood,Bollywood Gossip,Tanuja,Bollywood Actress

আগের মতো নেই বলিউড ইন্ড্রাস্ট্রি! এখন শুধু হিন্দু-মুসলিম ধর্ম দিয়ে ভেদাভেদ, বিস্ফোরক অভিনেত্রী তনুজা

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন তনুজা(Tanuja)। বহুদিন তাকে আর বড় পর্দায় সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি ফের ক্যামেরার মুখোমুখি হয়েছেন। ‘মডার্ন লভ মুম্বই অ্যান্থোলজি’র একটি অংশ ‘বাঈ’তে অভিনয় করেছেন তিনি। আর সেই ছবি সম্পর্কে সাক্ষাৎকার দেওয়ার সময় বর্তমান বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

তনুজা বলেছেন যে আগেকার সময়ের সঙ্গে এখনকার বলিউডের অনেকটাই বদলে গেছে। আগে কেউ বিপদে পড়লে সবাই একজোট হয়ে যেত। সবাই মিলে সাহায্য করত। আর এখন সেখানে ধর্ম আর জাতের ভেদাভেদ। ইন্ডাস্ট্রি আগের মতই নেই।

তিনি আরো আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে প্রগতি তো থাকবেই। কিন্তু এই প্রগতিকে একটা বিষয় খারাপ ঘটেছে সেটা হলো একটা পরিবার হওয়ার বদলে এখন সকলে কর্পোরেট হয়ে উঠেছে। যখনই কেউ কর্পোরেট হয় তখনই নানাভাবে ভেদাভেদ শুরু হয়ে যায়। কিন্তু তাদের সময়ে ফিল্মওয়ালা শুধু ফিল্মওয়ালাই ছিল। সেখানে হিন্দু-মুসলিম, শিখ কোন ভেদাভেদ ছিলনা।

তনুজার কথায়, তখন কেউ বিপদে পড়লে সে নিরাপত্তারক্ষী হোক কিংবা আলোর লোক সকলে একজোট হয়ে এগিয়ে আসতো। নতুন প্রজন্মের বদলটা অবশ্যই ছিল। কিন্তু তাতে খারাপ কিছু আছে বলেও মনে করেন না অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রি আর আগের মতো নেই এটাই তার আক্ষেপ। তার এই অভিনীত ছবিতে ‘বাই’ গল্পটির পরিচালনা করেছেন হনসল মেহতা। এখানে প্রতীক গান্ধীর দিদার চরিত্রে অভিনয় করেছেন তনুজা।

Avatar

Papiya Paul

X