Arijit

মমতার হাত শক্ত করতে কংগ্রেসের দলনেতা পদ থেকে সরানো হতে পারে অধীরকে

কেন্দ্রে মোদি বিরোধী মুখ হিসেবে মমতাকেই চাইছে কংগ্রেস আর তাই লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ থেকে সরানো হতে পারে অধীর চৌধুরীকে এবং সেই জায়গায় আসতে পারেন রাহুল গান্ধী। কংগ্রেসের অন্দরে কান পাতলে এখন অধীর চৌধুরীকে সরিয়ে সেই স্থানে রাহুল গান্ধীকে আনার খবরই শোনা যাচ্ছে। কারণ অধীর চৌধুরী বরাবরই মমতা বিরোধী হিসেবে পরিচিত, একাধিকবার মমতাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন অধীর। তাই অধীর দলনেতা থাকলে সেটা কংগ্রেস-তৃণমূল জোটের জন্য খুব একটা সুবিধার হবে না। সেই কারণেই মমতার হাত শক্ত করতে অধীরের পরিবর্তে রাহুল গান্ধী হতে চলেছেন কংগ্রেস দলনেতা।