Adrit Roy Comeback in TV Serial with Prosenjit Production House

ছোটপর্দায় ফিরছে ‘উচ্ছেবাবু’! কোন চ্যানেলে কামব্যাক করছেন আদৃত? খবর পেতেই উচ্ছসিত ফ্যানেরা

পার্থ মান্নাঃ মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবুকে মনে আছে নিশ্চই? হ্যাঁ ঠিকই ধরেছেন আদৃত রায়ের কথাই বলছি। সিনেমা থেকে সিরিয়াল সব জায়গাতেই নিজের দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মন জিতেছেন তিনি। মিঠাই শেষ হওয়ার পর কবে ফের প্রিয় নায়ককে পর্দায় দেখা যাবে সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। অবশেষে এল সুখবর, ছোটপর্দায় কামব্যাক করছেন আদৃত রায়।

ছোটপর্দায় ফিরছেন ‘মিঠাই’ খ্যাত আদৃত

মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর নতুন কোনো প্রজেক্টে দেখা মেলেনি অভিনেতার। খবর ছিল ‘পাগল প্রেমী’ ছবিতে কাজ করছেন তিনি, যেটা আগামী বছর রিলিজ হতে পারে। কিন্তু সেই ছবির কাজ নাকি বর্তমানে স্থগিত রয়েছে। প্রযোজনা সংস্তার সাথে কিছু সমস্যার কারণে। এই জট খুব একটা জলদি মিটবে বলে মনে হয় না। তাই এবার টিভির পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আদৃত।

কোন ধারাবাহিকে ফিরছেন ‘উচ্ছেবাবু’?

আদৃতের কামব্যাকের খবর পেতেই দর্শক তথা ফ্যানদের মনে প্রশ্ন কোন মেগায় ফিরছেন তিনি? তাছাড়া কোন চ্যানেলে দেখা যাবে তাকে? এর উত্তর এখনো মেলেনি। তবে যেমনটা জানা যাচ্ছে প্রসেনজিতের প্রোডাকশন হাউস Nideas Creations এর হাত ধরেই ফিরবেন তিনি।

সূত্র বলছে জি বাংলাতেই ফিরতে দেখা যাবে আদৃতকে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে ছোটপর্দা যে তিনি ফিরছেন এটা ধরে নেওয়া যেতেই পারে।

আরও পড়ুনঃ মাধবীলতা অতীত! TRP তালিকায় ঝড় তুলতে আসছে জঙ্গলের মেয়ে ‘রাঙ্গামতি তীরন্দাজ’, রইল প্রোমো

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের পরেই বিয়ের পিঁড়িতে বসেছেন আদৃত রায়। ধারাবাহিকের দিদিয়া অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর সাথেই সাত পাকে ঘুরেছেন বাংলার ক্রাশ। তবে নতুন মেগায় কার সাথে জুটি বাঁধতে দেখা যাবে সেটাই এখন দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X