Arijit

পাহাড়ের কোলে বসে ‘লাগ যা গলে’ গানে লতাজিকে স্মরণ করলেন উচ্ছেবাবু! ভাইরাল ভিডিও

গত 6 ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মাল্টি অর্গান ফেলিয়রের কারণে 92 বছর বয়সে থেমে গেল কোকিল কন্ঠ। তার দেহ চলে গেলেও সারা জীবন ভারতবাসীদের মনের মনিকোঠায় থেকে যাবেন লতা মঙ্গেশকর।

   

লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন দেশের সব বড় বড় সেলিব্রিটিরা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কিংবদন্তি শচীন তেন্ডুলকার। শ্রদ্ধা জানিয়ে ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

https://www.facebook.com/iadritroy/videos/4842281285850630/

আর এবার লতা মঙ্গেশকরকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন ‘মিঠাই’ য়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায়। আদৃত রায় যে একজন কত ভালো গায়ক সেটা আর বলার অপেক্ষা রাখে না, অনেক অনুষ্ঠানেই আমরা আদৃত রায় এর গান শুনেছি। পাহাড়ের কোলে বসে লতামঙ্গেসকরকে শেষ শ্রদ্ধা জানিয়ে লতাজীর গাওয়া জনপ্রিয় গান ‘লগ যা গলে’ গেয়ে তাঁকেই শ্রদ্ধা জানালেন অভিনেতা। সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।