Arijit

‘দয়া করে আমাদের বাঁচান, আমরা শেষ হয়ে যাবো’, সৌরভের কাছে কাতর আবেদন করল আফগান ক্রিকেট

এই মুহূর্তে তালিবানের দখলে চলে গিয়েছে পুরো আফগানিস্তান। তালিবানরাই শাসন করছে আফগানিস্তান। আফগানিস্তানের সরকারি, বেসরকারি ক্ষেত্রে এমনকি ক্রিকেটেও হস্তক্ষেপ করতে শুরু করেছে তালিবানরা। ইতিমধ্যেই তালিবানরা আফগান পুরুষ দলকে ক্রিকেট খেলার অনুমতি দিলেও মহিলা ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তালিবান প্রশাসন জানিয়েছেন, আমরা মহিলাদের কোন প্রকার খেলাধুলায় অংশগ্রহণ করতে দেব না।

   

আর তারপরই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে আপত্তি জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, যদি এমনটা হয়, তাহলে নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তারা সেটি খেলবে না।

আর তারপরই ক্রিকেট বিশ্বে একঘরে হয়ে যাওয়ার ভয় পাচ্ছে আফগানিস্তান ক্রিকেট। এই আশঙ্কা থেকে সৌরভের বোর্ডের কাছে কাতর আবেদন করে আফগানিস্তান বোর্ড লিখেছে, ” এই মুহূর্তে আমরা খুব অসহায়, আমরা অপারগ। আমরা খুবই ভয়ে রয়েছি, দয়া করে আপনারা অস্ট্রেলিয়া বোর্ডের পথ অনুসরণ করবেন না। তাহলে আমরা ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। আফগানিস্তান থেকে ক্রিকেটাই হারিয়ে যাবে। তাই দয়া করে আমাদের পথ খোলা রাখুন, আমাদের সঙ্গে নিয়ে পথ চলুন।”