Arijit

১২১ বছর পর অলিম্পিক অ্যাথলেটিক্সে পদক জিতল ভারত! স্বপ্নপূরণ মিলখা, ঊষার

অলিম্পিকে সোনার পদক জিতে দেশকে গর্বিত করার পাশাপাশি সোনার ইতিহাস লিখলেন নীরজ চোপড়া। ১২১ বছর পরে অলিম্পিক অ্যাথলেটিক্সে পদক এলো ভারতের ঝুলিতে। অলিম্পিক অ্যাথলেটিক্সে প্রথম পদক জিতেছিলেন নর্ম্যান প্রিচার্ড তবে তিনি ছিলেন একজন ব্রিটিশ ভারতীয়। অর্থাৎ তাঁকে বাদ দিলে ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম পদক জয় নীরজ চোপড়ার জ্যাভলিনে।

   

১৯০০ সালে অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার 47 বছর আগে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুটি পদক জিতেছিলেন প্রিচার্ড প্যারিস। তবে তাঁর দুটি পদকই ছিল রুপো। এবার সোনা জিতে তাকে ছাপিয়ে গেলেন নীরজ। ২০০ মিটার এবং ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন প্রিচার্ড।

ব্যক্তিগত বিভাগে প্রিচার্ড এবং নীরজকে বাদ দিলে মোট ১৯ জন ভারতীয় অলিম্পিকে পদক জিতেছেন। কিন্তু অ্যাথলেটিক্সে কেউ পদক জিততে পারেননি। তাই আজ নীরজের এই পদক জয় সারা দেশের কাছে গর্বের।