Papiya Paul

ফের অনলাইনে লিক গোটা ছবি, মুক্তির তিনদিনের মধ্যেই অনলাইনে ফাঁস ‘৮৩’, বিরাট ক্ষতি নির্মাতার!

চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় বলিউডের বহু প্রতিক্ষিত ছবি ‘৮৩’ । ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প, ক্রিকেটের দর্শক, সেইসময়ের খেলা নিয়ে রাজনৈতিক, সামাজিক, আর্থিক সমস্ত দিকটাই তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা বহুদিন অপেক্ষা করেছিলেন এই সিনেমার জন্য। পরিচালক কবীর খানের এক অন্যতম সিনেমা বলে মনে করা হয় এই সিনেমাকে।

   

কিন্তু দুদিন যেতে না যেতেই অনলাইনে ছবি লিক করা শুরু হয়ে গিয়েছে। সর্বভারতীয় পোর্টাল বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, এই ছবি অনলাইনে লিক হবার ফলে বক্স অফিস কালেকশনে নেতিবাচক প্রভাব শুরু হতে পারে। ফিল্মিওয়্যাপ, অনলাইনভিউওয়াচেজ়, ১২৩মুভিজ়, ১২৩মুভিজ়রুলস, ফিল্মি, তামিলরকার্সের মতো সাইটে লিক হয়ে গিয়েছে গোটা ছবি। এমনকি টেলিগ্রামের মধ্যেও পাওয়া গিয়েছে এই ছবি।

আসলে প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবির মুক্তির কথা থাকলেও পরে সিনেমায় মুক্তির জন্য অপেক্ষা করেন নির্মাতারা। যদিও চুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ছবি। এই ছবি লিক হবার ফলে বক্স অফিসে সেরকম ব্যবসা করতে পারবে না এই ছবি, এমনটাই মনে করছেন ছবির নিমার্তা, হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা।

এর আগেও চলতি বছরে বেশ কিছু ভালো বাজেটের ছবি অনালাইনে লিক হয়ে গিয়েছে। যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার ‘ম্যাট্রিক্স রেজ়ারেকশনস’ থেকে শুরু করে ‘সূর্যবংশী’, ‘চণ্ডীগড় করে আশিকী’, ‘তড়প’ সব ছবি রয়েছে। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ডিজনি হটস্টার-এ মুক্তি পেয়েছে সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুশের ছবি ‘অত্রাঙ্গি রে’।