বলিউডের(Bollywood) এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar)। বিগত কয়েক বছর ধরে প্রত্যেক বছরেই ৪-৫ টি করে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই একটি সিনেমার কাজ করে আরেকটি সিনেমাতে কাজে লেগে পড়েন অভিনেতা। এখন ৯ টি সিনেমা নির্মাণাধীন রয়েছে অক্ষয়ের। যেগুলি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
এখন প্রত্যেক সিনেমার জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি টাকা। তবে এবার শোনা যাচ্ছে অন্য কথা। ‘বচ্চন পান্ডে’ সিনেমার বক্স অফিসে চরম ব্যর্থতার পরে তিনি নাকি পারিশ্রমিক কমিয়েছেন অভিনেতা। এই ছবির বাজেট ছিল ১৫০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে আয় করেছে মাত্র ৫০ কোটি টাকা। কিন্তু এই সিনেমার জন্য অক্ষয় নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
করোনা মহামারীর পর তিনি প্রথম ‘সূর্যবংশী’ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। যেটি বক্স অফিসে বিরাট সাফল্য লাভ করে। কিন্তু এই মুহূর্তে অভিনেতার ভক্তরা মনে করছেন যে অনেক বেশি সিনেমা করার জন্য এখন দর্শকদের কাছে অভিনেতার আবেদন কমে যাচ্ছে। জানা গিয়েছে, অক্ষয় কুমার তার নতুন একটি সিনেমার জন্য ১৪০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
আর এর জন্য সেই সিনেমার বাজেট হয়ে দাঁড়িয়েছে ৩০০ কোটির উপরে। এই সিনেমার নাম ‘বড় মিয়া ছোট মিয়া’, এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন আলী আব্বাস জাফর। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ। তবে এখন এই ব্যর্থতার পর নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন অভিনেতা। প্রসঙ্গত, অক্ষয়ের আগামী ছবি ‘পৃথ্বীরাজ’, যেটি আগামী ৩ রা জুন মুক্তি পেতে চলেছে।