বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,টিআরপি,জি বাংলা,ষ্টার জলসা Entertainment,Tollywood,Bengali Serial,TRP,Zee Bangla,Star Jalsa

Papiya Paul

টিআরপি তালিকায় ছন্দপতন! কড়ি খেলা আর খুকুমণির পর বন্ধ হচ্ছে এই ৪ জনপ্রিয় সিরিয়াল

একদিকে দর্শকদের জন্য বিনোদন, অন্যদিকে টিআরপি(TRP) এই দুইয়ের কথা মাথায় রেখেই ধারাবাহিকে(Serial) গল্প তৈরি করেন নির্মাতারা। এই মুহূর্তে কোনো ধারাবাহিক মাত্র কয়েক সপ্তাহ টিআরপি তালিকাতে খারাপ করলে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই ধারাবাহিক। তার জায়গায় আবার নতুন কোন সিরিয়াল আসছে। এখন সিরিয়ালের অস্তিত্ব বজায় থাকে টিআরপি রেটিং-এর উপর।

   

গত বছর থেকেই একের পর এক ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। স্টার জলসা(Star Jalsa) থেকে শুরু করে জি বাংলা(Zee Bangla) দুই চ্যানেলই নিত্যনতুন ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে বিনোদন জোগাতে কোন খামতি রাখছেন না। গতকালই শেষ হয়েছে জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক কড়িখেলা। আবার আজকেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারি।

এই সিরিয়ালের জায়গায় আসছে অপরাজিতা অপুর নায়িকা সুস্মিতার বৌমা একঘর। অন্যদিকে কড়িখেলার সময় এই জি বাংলার পর্দায় আসছে রহস্য-রোমাঞ্চ ভরপুর নতুন সিরিয়াল লালকুঠি। যেখানে ফের একবার পর্দায় ফিরছেন অভিনেত্রী রুকমা রায়, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর অনুযায়ী,কড়িখেলা আর খুকুমণি হোম ডেলিভারির পর এবার বন্ধ হতে চলেছে বাংলার আরো চারটি জনপ্রিয় সিরিয়াল।

অন্তত এই নিয়ে কানাঘুষা চলছে চারিদিকে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার যমুনা ঢাকি সিরিয়াল বন্ধ হবে। আর এবার শোনা যাচ্ছে দেবশ্রী রায় অভিনীত সর্বজয়া সিরিয়াল বন্ধ হতে চলেছে। আবার অন্যদিকে খেলাঘর এবং গঙ্গারামও নাকি শেষ হতে পারে। এই নিয়ে জোর কানাঘুসো চলছে টলিপাড়ায়।