টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,মন ফাগুন,জয় জগন্নাথ,Tollywood,Entertainment,Serial,Telivision,Mon Fagun,Jay Jagannath

Moumita

একঘেয়েমি ধারাবাহিক আর দেখতে চাইছে না দর্শকরা, শীঘ্রই বন্ধ হতে চলেছে এই তিন জনপ্রিয় সিরিয়াল!

সিরিয়ালপ্রেমী বাঙালির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো ধারাবাহিক। দিনের শেষে সমস্ত ক্লান্তি দূর করার টনিক এটি। আর মানুষের মনোরঞ্জনে কোনো খামতি না থেকে যায় সেই কারণে চ্যানেলগুলিও একটার পর একটা নতুন গল্পের ডালি সাজিয়ে উপস্থিত হয়।

   

আর বিনোদনের উদ্দেশ্যে পুরোনো ধারাবাহিকগুলি বন্ধ করে একাধিক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল কর্তৃপক্ষ। এমনই এক জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ সম্প্রচারিত হতো স্টার জলসায়। একটা সময় টিআরপি তালিকায় প্রথম দিকেই থাকতো এই ধারাবাহিকটি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মেগা সিরিয়ালটিও খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সম্ভবত এই সপ্তাহেই শেষ হবে এটি। টিআরপি তালিকায় এখনও সেরা ১০-এ থাকলেও লক্ষ্মী কাকিমার কাছে পরাজিত হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এদিকে জি বাংলার ‘উমা’ ধারাবাহিকটিরও অন্তিম পর্ব পর্দায় এগিয়ে এলো।

চলতি মাসের শেষ দিকেই শেষ হবে এই ধারাবাহিকটি। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা কলাকুশলীরা এই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন, তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই শেষ হবে এটি। এখানেই শেষ নয়, শেষ হবে ভক্তিমূলক ধারাবাহিক ‘জয় জগন্নাথ’। সম্ভবত চলতি সপ্তাহেই শেষ হচ্ছে কালার্স বাংলার এই ধারাবাহিকটি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকের জায়গা পূরণ করতে আসছে ‘মউ এর বাড়ি’ ধারাবাহিকটি। এবার থেকে সন্ধ্যা ৬.৩০ এর স্লটে দেখা যাবে ধারাবাহিকটি। এদিকে ‘মউ এর বাড়ি’ ধারাবাহিকের জায়গায় দেখা যাবে নতুন ধারাবাহিক ‘ক্যানিং-এর মিনু’।

এদিকে ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকটির কথা বললে, সুরিন্দর ফিল্মস ব্যানারে তৈরি হয়েছিলো এই ধারাবাহিকটি। প্রথম থেকেই বিশেষ দাগ কাটেনি এই ধারাবাহিকের কাহিনী। গত বছর ২২ শে নভেম্বরে শুরু হয়ে মাত্র ৯ মাসের মধ্যেই ধারাবাহিকের ঝাঁপি বন্ধ করতে বাধ্য হলো নির্মাতারা।