Arijit

ভারতের পথেই পাকিস্তান, বিরাটের পর অধিনায়ক পরিবর্তন করতে চলেছে পাকিস্তান

বৃহস্পতিবার টুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। শুধুমাত্র ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটেই তিনি অধিনায়ক থাকবেন। তার কারণ নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে এবার অধিনায়কত্বের চাপ কিছুটা কমাতে চান বিরাট কোহলি।

   

এবার ভারতের দেখানো পথ অবলম্বন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের অধিনায়ক বদলের। পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বাবর আজমকে। ইতিমধ্যেই এই জল্পনা ঘোরাফেরা করছে পাকিস্তান ক্রিকেটে। যদিও এই ব্যাপারে কিছু জানি না বলেছেন বাবর আজম।

বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হয়েছে সেই দল নিয়ে চূড়ান্ত অসন্তোষ দেখা গিয়েছে পাক ক্রিকেটমহলে। বাবর আজমের ওপর ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেছেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। তারপরই এবার পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন হওয়া নিয়ে জল্পনা চলছে।