নিউজ শর্ট ডেস্ক: ইতিমধ্যেই বিনামূল্য আইপিএল (IPL) দেখার সুযোগ করে দিয়ে আইপিএল প্রেমিদের এক বিরাট উপহার দিয়েছে জিও সিনেমা (Jio Cinema)। আর এবার আইপিএল চলাকালীন আরও একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিওর (Reliance Jio) অন্তর্গত জিও সিনেমা। বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যই (Free) যে কোন নেটওয়ার্কের গ্রাহকরা জিও সিনেমায় আইপিএল (IPL) সহ অন্যান্য কনটেন্ট-ও দেখতে পারছেন।
তবে সমস্যা হল কোন কিছু দেখার মাঝে হঠাৎ করেই ঘন ঘন বিজ্ঞাপন চলে আসলে স্বাভাবিকভাবেই খুবই বিরক্ত হয়ে পড়েন দর্শকরা। তাই এবার এই সমস্যা দূর করতেই জিও সিনেমার দর্শকদের জন্য এক অভিনব প্রিমিয়াম প্ল্যান নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির এই সংস্থাটি। তবে জিও সিনেমার ওটিটি প্ল্যাটফর্মের জন্য মুকেশ আম্বানি নতুন পেড প্লান (Paid Plan) ‘জিও সিনেমা প্রাইম’ (Jio Cinema Prime) আনায় অনেকেই হয়তো ভাবছেন এতদিন ফ্রিতে দেখতে দিয়ে এবার হয়তো আগের পুরনো স্টাটেজি আনছে জিও।
যার মাধ্যমে আবার গুছিয়ে টাকা কামিয়ে নেবে জিও। আসলে তা নয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ জিও সিনেমা প্রাইম নামে যে প্ল্যান নিয়ে আসা হচ্ছে তার মাসিক খরচ মাত্র ২৯ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার থেকে মাত্র ২৯ টাকা দিয়েই জিও সিনেমা প্রাইমের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এবার থেকে এই নামমাত্র টাকা খরচ করলেই কোনো বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে আইপিএল সহ জিও সিনেমার যাবতীয় কনটেন্ট।
শুধু তাই নয় জিও সিনেমায় নিজের মাতৃ ভাষাতেই দুর্দান্ত সব আন্তর্জাতিক মানের কনটেন্ট-ও দেখতে পাওয়া যায়। এ প্রসঙ্গে বলে রাখি জিও সিনেমা প্রাইমের মেম্বাররা চার হাজার রেজোলিউশনের ভিডিও-ও দেখতে পারেন বিজ্ঞাপন ছাড়া। যার ফলে আগামী দিনে জিওর এই বিজ্ঞাপন ছাড়াই যাবতীয় কন্টেন্ট উপভোগ করার প্ল্যান দুর্দান্ত জনপ্রিয় হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Airtel গ্রাহকদের জন্য দারুন সুখবর! জানুন বাকি রিচার্জ প্ল্যান থেকে কেন আলাদা এই অফার?
শুধু তাই নয়, জিও সিনেমা ভিউয়ার্সদের জন্য নিয়ে আসা হয়েছে ফ্যামিলি প্যাক-ও। এই প্ল্যানেও প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে চারটি ডিভাইস থেকে জিও সিনেমার ফ্যামিলি প্যাকে লগইন করতে পারবেন গ্রাহকরা। এর জন্য প্রত্যেক মাসে খরচ করতে হবে ৮৯ টাকা। আগামীদিনের জিওর এই ফ্যামিলি প্যাক-ও দারুন জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই জিও সিনেমা ওয়ার্ল্ড ডিজনির সাথে হাত মিলিয়েছে। যার ফলে এখন জিও সিনেমাতেই মার্কিন এই সংস্থাটির দুর্দান্ত সব কন্টেন্ট-ও দেখা যাবে ফ্রিতেই। তাই এবার থেকে যদি জিও সিনেমায় বিজ্ঞাপন ছাড়াই কোন কনটেন্ট দেখতে হয় তাহলে নামমাত্র টাকা খরচ করেই গ্রাহকরা সেই পরিষেবা উপভোগ করতে পারবেন।