Balijhor

Moumita

‘এ তো পরকীয়া ঝড়’ মা মেয়ে থেকে সোজা সতীন, ‘বালিঝড়’এ প্রোমো দেখেই চরম ট্রোলড লীনা গাঙ্গুলী

দিন কয়েক আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhor)। রাজনীতির আঙিনায় ত্রিকোণ প্রেমের গল্প উঠে এসেছে লীনা গাঙ্গুলীর হাত ধরে। প্রোমো দেখে এটুকু তো স্পষ্ট বোঝা গেছিল, তৃণা, কৌশিক এবং ইন্দ্রাশিষের সম্পর্কের সমীকরণ দেখানো হবে এই সিরিয়ালে। তবে সিরিয়াল শুরু হতেই দেখা গেল আরো অবাক করা চিত্র।

   

সিরিয়াল সম্প্রচারিত হতেই দেখা গেল এ ‘বালিঝড়’ (Balijhor) আর কিছু নয়, বরং ‘কয়েক চামচ ধুলোকণা, (Dhulokona) খানিক খড়কুটো (Khorkuto) আর কিছুটা এক্কা দোক্কার মিশেল’ (Ekka Dokka)। সিরিয়ালের প্রথম এপিসোড দেখে এমনটাই মত নেটিজেনদের। লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) হাত ধরে উঠে এসেছে স্টার জলসার দুটি পুরোনো ধারাবাহিক।

আসলে, লীনা গাঙ্গুলীর এই নতুন ধারাবাহিকের বেশিরভাগ শিল্পীই ‘ধুলোকণা’ ও ‘খড়কুটো’ পরিবারের। গুনগুন, সৌজন্য বা লালনেই সীমাবদ্ধ নয়। ‘বালিঝড়’র কাস্টিং দেখলে আপনিও গুলিয়ে ফেলবেন যে ঠিক কোন সিরিয়াল দেখছেন! বিশেষ করে সমুদ্র সেনের (ভরত কল) স্ত্রী এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কে দেখলে চমক লাগাটাই স্বাভাবিক।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,বালিঝড়,খড়কুটো,ধুলোকণা,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Balijhor,Khorkuto,Dhulokona,Social Media,Trolling,Leena Ganguly,টেলিভিশন,লীনা গাঙ্গুলী

একদিকে ঝোড়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন ময়না মুখোপাধ্য়ায়। অন্যদিকে সমুদ্র সেনের পিএ-র ভূমিকায় প্রীতি বিশ্বাস। তবে তাদের সম্পর্কের সমীকরণ দেখে এটা স্পষ্ট যে, প্রীতি তার পিএ-র চেয়েও অনেক বেশি কিছু। তবে মজার বিষয় হল, ধুলোকণাতে প্রীতির মায়ের ভূমিকায় ছিল ময়না। অর্থাৎ মা-মেয়ে এবার সতীন!

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,বালিঝড়,খড়কুটো,ধুলোকণা,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Balijhor,Khorkuto,Dhulokona,Social Media,Trolling,Leena Ganguly,টেলিভিশন,লীনা গাঙ্গুলী

অর্থাৎ কেবল মহার্ঘ্য-ঝোড়া-স্রোতের ত্রিকোণ প্রেমই নয়, পাশাপাশি দেখা যাবে ঝোড়ার বাবার ত্রিকোণ প্রেম-ও। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলের বন্যা। নেটিজেনদের মতে, ‘লীনা গাঙ্গুলীর কলমে পরকীয়া ছাড়া আর কিছুই আসে না’।

Balijhor

এই প্রসঙ্গে একজন লিখেছেন, ‘গুড্ডিটাও ঘেঁটে ঘ করে দিয়েছে। আর এটা তো শুরুর থেকেই ঘাঁটা’। প্রসঙ্গত উল্লেখ্য, স্টার জলসার এই নতুন ধারাবাহিকটি গত ৬ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬টায় সম্প্রচার শুরু হয়েছে। আর এদিকে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জি বাংলার ‘মিঠাই’। এই গল্প নিয়ে ‘মিঠাই’কে টেক্কা দিতে পারবেনা বলেই মত নেটিজেনদের।