Bangla Serial

Moumita

‘বাংলাকে রিপ্রেজেন্ট করছে তুঁতে’, প্রথম পর্বেই বাজিমাত করল সৈয়দ-দীপান্বিতার সিরিয়াল

এই খবর তো আগেই পেয়েছিলেন যে, একগুচ্ছ নতুন সিরিয়াল (Bangla Serial) নিয়ে আসছে স্টার জলসা (Star Jalsha)। যার মধ্যে দীপান্বিতা রক্ষিতের (Dipanwita Rakshit) ‘তুঁতে’ (Tunte) সিরিয়ালটি গতকাল থেকেই শুরু হয়েছে। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করেছেন ‘পেঁপে দিয়ে চেপে সংলাপ’ খ্যাত খুকুমণি। সিরিয়ালে তার চরিত্রের নাম তুঁতে।

নতুন এই সিরিয়ালে দীপান্বিতার বিপরীতে অভিনয় করছেন স্টার জলসা ‘খেলাঘর’ সিরিয়ালের শান্টু গুন্ডা অভিনেতা সৈয়দ আরফিন। গল্পে তার নাম রঙ্গন। একথা বলাই বাহুল্য যে, এই তুঁতে সিরিয়ালের হাত ধরে আরও একটি নতুন জুটি উপহার পেলেন দর্শক। সেই কারণেই যেদিন থেকে সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছিল সেদিন থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

এক তো পছন্দের অভিনেতা অভিনেত্রী কামব্যাক করছেন তার উপর আবার একসাথে জুটিও বাঁধছেন, স্বাভাবিকভাবেই অনুরাগীদের উত্তেজনার কোন সীমা নেই। তাই প্রথমদিন থেকেই সিরিয়ালটি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। প্রত্যাশা মতোই সিরিয়ালটির প্রথম পর্বই টিভির পর্দায় সম্প্রচারিত হতেই মন ছুঁয়েছে দর্শকদের।

যারা গতকাল সিরিয়ালের প্রথম এপিসোড দেখেছেন তারা তো জানেনই যে, নায়িকা ছুঁতে যে গ্রামে থাকে সেখানেই নায়ক রঙ্গনের পুরোনো বাড়ি। আর সেখানেই হয় তাদের প্রথম আলাপ। প্রথম এপিসোড টেলিকাস্ট হতেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে দর্শকদের প্রশংসাবার্তায়। একজন লিখেছেন, ‘দেখে নিলাম তুঁতে ধারাবাহিকের প্রথম এপিসোড!কাস্টিং,সিনেমাটোগ্রাফি,ডিরেকশন সত্যিই অসাধারণ লাগলো’!

তার সাথেই তিনি আরো লিখেছেন, ‘ভারী মিষ্টি আর সরল একটা মেয়ে তুঁতে, সেই ছোট থেকে সংসার এর হাল ধরেছে! তার বাবা অসুস্থ! সংসারের হাল ধরতে তাকে এক প্রকার বাধ্য হয়েই কাজে নামতে হয়েছে! সে যে তার বাবার স্বপ্ন গুলো পূরণ করতে চায়! সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশা টা কে যে বড্ড ভালোবেসে ফেলেছে তুঁতে! মোট কথা আমাদের বাংলা কে রিপ্রেসেন্ট করছে “তুঁতে” ধারাবাহিকের তুঁতে’।

ঐ দর্শক আরো লিখেছেন, ‘আসি গল্পের নায়ক রঙ্গন এর প্রসঙ্গে! খুবই পরিপোকারী আর পজিটিভ একটা ক্যারেক্টর! তুঁতে একদিকে নিন্ম মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঠিক একইভাবে রঙ্গন আভিজাত পরিবারের ছেলে। এবার দেখার পালা ভবিষ্যতে কি হতে চলেছে! কিভাবে তুঁতে পূরণ করবে তার বাবার স্বপ্ন! কিভাবে মিল হবে তুঁতে আর রঙ্গন এর! জানতে হলে দেখতে হবে তুঁতে।’