Papiya Paul

‘এভাবেই ফিরে আসা যায়’, ক্যান্সার জয় করে ‘দিদি নং ওয়ানে’র মঞ্চে হাজির ঐন্দ্রিলা, জানালেন তাঁর জীবন যুদ্ধের গল্প

গত এক বছরের মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। ১ লা মার্চ ২০২১ দ্বিতীয়বারের জন্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার(Aindrila Sharma)। আর তারপরেই শুরু হয়েছে বেঁচে থাকার অদম্য লড়াই। অনেক কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করে আজ তিনি সুস্থ। পুরো এক বছরের মাথায় আবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পেরেছেন অভিনেত্রী।

   

আর যে ক্যামেরার সামনে কাজ করতে অভ্যস্ত তিনি, সেই ক্যামেরার সামনেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার কাহিনী তুলে ধরেছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর শেয়ার করা একটি কলেজ ছবি থেকে জানা গেছে, খুব শীঘ্রই ‘দিদি নাম্বার ওয়ান সিজন ৯’-এর আসন্ন পর্বে দেখা যাবে তাকে। মঙ্গলবার শেষপর্বের শুটিংয়ের জন্য দিদি নাম্বার ওয়ান সেটে হাজির হয়েছিলেন তিনি।

এই অনুষ্ঠানেই রচনা ব্যানার্জির সঙ্গে নাচের এক মুহূর্তের ছবি আবার অন্যদিকে এক বছর আগে হাসপাতালের বেডে চিকিৎসার সময় ঐন্দ্রিলার ছবি শেয়ার করেছেন সব্যসাচী। আর তিনি সকলকে জানিয়েছেন এক বছর আগে ওই একই দিনে ঐন্দ্রিলার কেমোথেরাপি শুরু হয়েছিল। এই ছবির সাথে বরাবরের মতোই এক অসাধারণ লেখা লিখেছেন পর্দার বামাক্ষ্যাপা।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ছবিটি দিল্লির হাসপাতালে তোলা, কেমো শুরু হয় সেইদিন। ১ মার্চ, ২০২১
দ্বিতীয় ছবিটি গতকালের। ১ মার্চ, ২০২২। উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। এভাবেই ফিরে আসা যায়।’

ঐন্দ্রিলার এই যুদ্ধে তার বাবা-মায়ের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। বারংবার বুঝিয়ে দিয়েছেন সত্যিকারের ভালবাসা বলতে কী বোঝায়। আর সত্যিই তার মতো একজন সঙ্গী থাকলে জীবনের কঠিন লড়াইয়ে ফেরা যায়। অন্তত দুজনের এই মুহূর্তগুলোকে এমনটাই মনে করেন তাদের অনুরাগীরা। আর এই পোস্ট করা মাত্রই তা ভাইরাল হতে সময় নেয়নি অনুরাগীরা ভালোবাসার প্রতিক্রিয়া দেওয়ার সাথে সাথেই ঐন্দ্রিলা নিজেও কমেন্টে লিখেছেন, ‘এবার তো কাঁদিয়ে ছাড়বে।’