রোজ ৩ জিবি ডেটা, সঙ্গে ১৫ টি OTT চ্যানেলের সাবস্ক্রিপশন, Airtel-র নতুন প্ল্যান শুনে মাথায় হাত Jio-র

নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল(Airtel)Jio যেভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে সেদিক থেকে Jio-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য নিত্যনতুন রিচার্জ প্ল্যান(Recharge Plan) নিয়ে আসছে Airtel। পরিসংখ্যান বলছে, জিওর পরে সারাদেশে সবথেকে বেশি গ্রাহক রয়েছে এয়ারটেলের। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, Airtel এর বর্তমানে প্রায় ৩৭ কোটির ওপর গ্রাহক রয়েছে।

এই কোম্পানি সস্তায় দীর্ঘমেয়াদি প্ল্যান দেওয়ার পাশাপাশি গ্রাহকদের আকর্ষিত করতে নিত্যনতুন অফার নিয়ে আসছে। সেই শুরুর সময় থেকে এয়ারটেলের পরিষেবা ভালো হওয়ার জন্য এই সংস্থার গ্রাহক সংখ্যা প্রচুর। যদিও মার্কেটে রিলায়েন্স আসার পর থেকে এয়ারটেলের বাজার বেশ মন্দার হচ্ছে। তবে এবার এয়ারটেলের রিচার্জ প্লানের একটি দীর্ঘ তালিকা আজকের এই প্রতিবেদনে দেওয়া হল।

যেখানে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি অফুরন্ত ডেটা পরিষেবা পাবেন গ্রাহকরা। এয়ারটেলের যে সমস্ত গ্রাহকেরা ডেটা বেশি থাকার জন্য প্ল্যান খুঁজছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে একটি দুর্দান্ত প্ল্যান সম্পর্কে জানাবো। যেখানে বেশি ডেটা পাওয়ার সঙ্গে সঙ্গে বিনামূল্যে কলিং এর সুবিধা রয়েছে।

এই প্ল্যানটির মূল্য হল ৩৯৯ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। এর সাথেই গ্রাহকেরা পুরো ভ্যালিডিটি পর্যন্ত STD এবং লোকাল আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা পাবেন। এর সাথেই প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত। এর সাথেই এই প্ল্যানে গ্রাহকেরা Hello Tunes এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। তার সাথে সাথেই Wynk মিউজিক, Airtel extreme Play এগুলির সুবিধাও পাবেন। পাশাপাশি গ্রাহকেরা ১৫ টি OTT চ্যানেলের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

Avatar

Papiya Paul

X