Arijit

‘আমার নেওয়া সিদ্ধান্তের কৃতিত্ব নিয়েছিল অন্য কেউ’, কার উপর ক্ষোভ উগরে দিলেন রাহানে

2021 সালের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল এবং সেখানে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এক দুর্দান্ত যাত্রা শুরু করেছিল ভারত। তবে সেই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির অনুপস্থিতিতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন আজিঙ্কা রাহানে। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।

   

সেই টেস্ট এ সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন আজিঙ্কা রাহানে। সেই সময় তাঁর নেওয়া সিদ্ধান্ত অন্য কেউ নিজের বলে দাবি করেছিল বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন হয়ে গেল ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই অজিঙ্কা রাহানে। গত দেড় বছরে রাহানের ব্যাট থেকে তেমন কোন রানই আসেনি। স্বাভাবিকভাবে রাহানের ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এমন পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে আজিঙ্কা রাহানে বলেছেন, ” যারা বলেন আমার ক্যারিয়ার শেষ তারা খেলার কিছু বোঝে না। যারা খেলা বোঝে তারা জানেন লাল বলে ক্রিকেটে ভারতীয় দলে আমার অবদান কতটা। আমি জানি অস্ট্রেলিয়া সফরে কী করেছিলাম। জাহির করে সেই কথা বলা আমার স্বভাব নয়। কিছু কিছু সিদ্ধান্ত ছিল যেগুলি আমার নেওয়া, কিন্তু অন্য কেউ কৃতিত্ব নিয়ে চলে গিয়েছেন। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়।”