Arijit

রাহানে-পূজারাকে বাদ দিয়ে দুই তরুণ তুর্কিকে দক্ষিণ আফ্রিকায় খেলাতে বললেন ব্রিটিশ ফাস্টবোলার

আগামী 26 ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে সেই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দলের জন্য বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ইংরেজ জোরে বোলার স্টিভ হার্মিসন। তিনি মনে করেন এখন সময় এসে গিয়েছে যে সমস্ত সিনিয়র ক্রিকেটাররা একেবারেই ফর্মে নেই তাদের দল থেকে বাদ দেওয়া। অর্থাৎ তিনি চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানের কথাই বলেছেন।

   

স্টিভ হার্মিসন মনে করেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। তাদের বিরুদ্ধে যদি টিকে থাকতে হয় তাহলে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণ ক্রিকেটার যারা এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাদের দলে নিয়ে মিডল আরও শক্তিশালী করা উচিত ভারতের। এক্ষেত্রে রাহানে এবং পূজারার পরিবর্তে শ্রেয়াস আইআর এবং মায়াঙ্ক আগারওয়ালকেই এগিয়ে রেখেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে হার্মিসন বলেছেন, ‘যদি দক্ষিণ আফ্রিকায় গিয়ে এনরিখ নরকিয়া, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদির বিরুদ্ধে টিকে থাকতে হয় তাহলে ফর্মে থাকা প্লেয়ারদের প্রথম একাদশে খেলানো প্রয়োজন। আর ভারতের যারা ফর্মে রয়েছে, তারা হল শ্রেয়স আইয়ার এবং ময়াঙ্ক আগরওয়াল। রোহিত শর্মা ফিরে এসেছে, তাই ওপেন করার জন্য আমি রোহিত এবং ময়াঙ্ককে বেছে নেবে। কে এল রাহুলকে রাখবো ৩ নম্বরে। তার পরে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং যাসস্প্রীত বুমরাহকে রাখব।’