Arijit

টেস্ট সিরিজে হার্দিকের অভাব পূরণ করে দেবেন এই তরুণ তুর্কি, কার উদ্দেশ্যে বার্তা দিলেন রাহানে?

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বুধবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে ভারতীয় দল শক্তিশালী হলেও হার্দিক পান্ডিয়ার মত একজন অলরাউন্ডারের অভাব হতে চলেছে ভারতীয় শিবিরে। তবে ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে অবশ্য হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করার মতো ক্রিকেটারের নাম বলে দিলে। যিনি বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে রান করার দায়িত্ব নিতে পারেন।

   

আজিঙ্কা রাহানের মতে এই সিরিজে হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করতে পারেন শার্দুল ঠাকুর। রাহানে বলেন হার্দিক এবং শার্দুল দুজনেই ভিন্ন খেলোয়াড়। হার্দিক দীর্ঘদিন ধরে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে শার্দুলও ব্যাট হাতে বেশ কার্যকরী ভূমিকা নিতে পারে। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন শার্দুল।

এছাড়াও রাহানের কথায় ইশান্ত, সামি, বুমরাহ সকলেই বোলিংয়ের পাশাপাশি নেটে ব্যাট হাতেও ঘাম ঝড়াচ্ছেন। ইনিংসের শেষে তারা যদি 20-30 রান যোগ করে দিতে পারেন সেটা দলের জন্যই ভাল হবে।