Arijit

পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে ভুবির পরিবর্তে এই তরুণকে নেওয়ার দাবি আগরকারের

আর মাত্র তিন দিনের অপেক্ষা। আগামী 24 শে অক্টোবর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই সেই ম্যাচ ঘিরে ক্রিকেট বিশ্বে এক চরম উন্মাদনা দেখা দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন দল নিয়ে নামবে ভারত সেই নিয়ে চলছে নানান জল্পনা। এরই মাঝে ভারতীয় দল নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অজিত আগরকার।

   

অজিত আগরকার এর মতে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের বদলে শার্দুল ঠাকুরকে খেলানো উচিত।

সম্প্রতি ফর্মের দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে ভুবনেশ্বর কুমার এর থেকে অনেক ভাল পারফরম্যান্স করছেন শার্দুল ঠাকুর। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে গিয়ে ব্যাট এবং বল হাতে বারবার জ্বলে উঠেছিলেন শার্দুল। বেশ কয়েকটি ম্যাচে ভারতকে ম্যাচ জিতে ছিলেন তিনি। অপরদিকে চোট আঘাতে জর্জরিত ভুবনেশ্বর কুমার সম্প্রতি হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলেছেন, তাও সেভাবে ছন্দে পাওয়া যায়নি ভুবিকে। আর এই সমস্ত দিক বিচার করে পাকিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের বদলে প্রথম পছন্দ হিসেবে শার্দুলকেই রাখতে চান অজিত আগরকার।