Arijit

কানপুর টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে সোচ্চার আকাশ চোপড়া, করলেন তীব্র সমালোচনা

কানপুরে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। আর এই টেস্ট ম্যাচে বারবার আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথমকে যেভাবে বারবার ভুল আউট দেওয়া হয়েছিল তা নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই। এবার আম্পায়ারিংয়ের মান নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

   

নিজের ইউটিউব চ্যানেলে আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্ষোভ উগরে দেখ আকাশ চোপড়া। নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম 95 রানের মাথায় আউট হয়েছেন। তবে তিনি যখন 50 রানও করেন নি তার আগেই তাকে তিনবার আউট দিয়ে দেন আম্পায়ার। ডিআরএস ব্যবহার করে তিনি বেঁচে যান। এই নিয়েই মূলত আওয়াজ তুলেছেন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেল আকাশ চোপড়া বলেন, “লাথমকে ঠিক কতবার আউট দেওয়া হয়েছিল সেটা আমি ভুলে গিয়েছি। নীতিন মেনন এমনিতে খুবই ভালো মানের আম্পায়ার কিন্তু এই ম্যাচে তার আম্পায়ারিংয়ের মান একেবারে নিচে নেমে গিয়েছে। বারবার ভুল সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। লাথমকে যে কতবার ভুল আউট দেওয়া হয়েছিল সেটা আমি গুনতেই ভুলে গিয়েছি। শুভমান গিলের মত একই ভাবে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল লাথমকেও, যখন বল ওর ব্যাটে লাগে।”