Arijit

৫ উইকেট নিয়ে অজি পেসারের ৪৩ বছর আগের রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন অক্ষর প্যাটেল

ভারতীয় টেস্ট দলে যখন থেকে সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল। তখন থেকেই এক আলাদা অক্ষর প্যাটেলকে দেখা যাচ্ছে। প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি তার বোলিং ভেল্কি দেখিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজেই 27 টি উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডে তিনটি টেস্ট ম্যাচে ছয়টি ইনিংসে 4 বার 5 উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অক্ষর প্যাটেল।

   

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যেখানে শেষ করেছিলেন সেই একই ধারা বজায় রাখলেন নিউজিল্যান্ড সিরিজেও। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন নিউজিল্যান্ড সিরিজেও।

কানপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে 5 উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। অক্ষরের শিকার হন রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম, টল ব্লান্ডেল ও টিম সাউথি।

আর এই ইনিংসে 5 উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে অক্ষর নিজের ক্যারিয়ারে 4 নম্বর টেস্ট ম্যাচের 7 নম্বর ইনিংসে পাঁচবার পাঁচটি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। অভিষেক বছরের সবথেকে বেশিবার 5 উইকেট নেওয়ার নিরিখে অক্ষর ছুঁয়ে ফেললেন রডনি হগের রেকর্ড। 1978 সালে এই রেকর্ড গড়েছিলেন অজি পেসার রডনি হগ। 43 বছর পর সেই রেকর্ড ছুঁলেন অক্ষর প্যাটেল।