Arijit

বাবার মৃত্যুর পরের দিনই মাঠে নেমে স্বপ্নপূরণ করে বিরাট কোহলিকে মনে করালেন বাংলার আকাশ

2006 সালে ভারতীয় ক্রিকেটে এক বিরল নজির স্থাপন করেছিলেন বিরাট কোহলি। বাবার মৃত্যুর পরের দিনই তিনি রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নেমেছিলেন। বাবা মারা যাওয়ার পরের দিন তিনি কর্নাটকের বিরুদ্ধে দিল্লির জার্সি গায়ে রঞ্জি ট্রফির মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। এবং সেই ম্যাচে 90 রানের এক ঝকঝকে ইনিংস খেলেছিলেন বিরাট। যা আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

   

এবার সেই একই ঘটনা দেখা গেল বাংলার ফুটবলে। বাবা মারা যাওয়ার পরের দিনই কলকাতা লিগের ম্যাচ খেলতে মাঠে নেমে পড়লেন বাংলার আকাশ মুখোপাধ্যায়। শুধু মাঠে নামলেনই না, সেই সঙ্গে দলের জয় নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকাও।

রবিবার রাতে বাবা মারা গিয়েছিল আকাশের। আর পরের দিনই তিনি কলকাতা লিগের ম্যাচে টালিগঞ্জে অগ্রগামীর বিরুদ্ধে পিয়ারলেস এর জার্সি গায়ে মাঠে নেমে পড়লেন। এই ম্যাচ পিয়ারলেস জিতে নিয়েছে 6-2 গোলে। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আকাশ। ম্যাচ শেষে দলের কোচ সুব্রত ভট্টাচার্য বলেছেন, ” আকাশের বাবা মারা যাওয়ার খবর পেয়ে আমরা ওকে আজকের ম্যাচ খেলতে বারণ করেছিলাম। কিন্তু তাও ও খেলতে চেয়েছিল। আর আজ ও যেভাবে পারফরম্যান্স করেছে, আমার চোখে আজকের সেরা ডিফেন্ডার আকাশ।”