Papiya Paul

ঘুচেছে ‘ফ্লপস্টার’ তকমা, ‘OMG 2’ হিট হতেই হল মালিকদের জন্য বিরাট পদক্ষেপ নিলেন অক্ষয় কুমার!

নিউজশর্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে সময় ভালো যাচ্ছিল না অক্ষয় কুমারের(Akshay Kumar)। পরপর পাঁচটি বিগ বাজেটের ছবি চূড়ান্ত ফ্লপ হয়েছে, বক্স অফিসে(Box Office)। তাই অক্ষয় কুমারকে সুপারস্টারের বদলে ‘ফ্লপস্টার’ তকমা জুড়ে দিয়েছিলেন নিন্দুকেরা। আর এতদিন পর নিন্দুকের মুখে ঝামা ঘষে দিতে পারলেন বলিউডের খিলাড়ি কুমার। সমস্ত কটাক্ষের যোগ্য জবাব দিতে ফিনিক্স পাখির মত উঠে দাঁড়ালেন অভিনেতা।

   

কারণ সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ‘ও মাই গড ২'(OMG 2) ছবি ইতিমধ্যেই ১০০ কোটির দোড়গোড়ায়  পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই সিনেমাটি সুপারহিট হয়েছে সেটা বলাই যেতে পারে। বিগত ২ বছর ধরে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা যেমন পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, রামসেতু, বেলবাটাম, সেলফি সব সিনেমাগুলোই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। অনেকেই অক্ষয়কে সিনেমা থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার উপদেশ দিয়েছিলেন।

অক্ষয় সে কথা শোনেননি, তিনি পরপর সিনেমা করে গিয়েছেন। আর অবশেষে তার কপালের শিকে ছিঁড়ল। তার অভিনীত সিনেমা ভালো রেজাল্ট করে দেখালো বক্স অফিসে। রিপোর্ট বলছে, মাত্র পাঁচ দিনে প্রায় ৭৪ কোটি টাকার কাছাকাছি আয় করে ফেলেছে এই ছবি। যাতে খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর জন্য বুধবার মুম্বাইর সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন অক্ষয় কুমার। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স এর মালিকদেরও এদিন আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, ‘ওএমজি টু’ এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল সানি দেওলের ‘গদর ২’। বক্স অফিস কালেকশনের হিসাবে সেই সিনেমার ধারে কাছে পৌঁছাতে পারেননি অক্ষয় কুমার। তবুও ফ্লপের খাড়া কাটিয়ে উঠে দাঁড়াতে পেরেছেন তিনি। ওএমজি টু এর সাফল্য দেখে খুশিতে আত্মহারা হয়েছেন অভিনেতা। আর হল মালিকদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে চান অক্ষয় কুমার।