বলিউড,বিনোদন,গসিপ,সাক্ষাৎকার,অক্ষয় কুমার,আসন্ন ছবি,রক্ষা বন্ধন,Bollywood,Entertainment,Gossip,Interview,Akshay Kumar,Raksha Bandhan,Upcoming Movie

Moumita

‘আমার দিনে ৮ ঘন্টা কাজ করা, অন্যান্যদের ১৪ ঘন্টা কাজের সমান’, বছরে একগাদা ছবি করার প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার

বলিউডের সবচেয়ে সফল অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার একজন অন্যতম। এক বছরে কম করে হলেও ৩ থেকে ৪ টি ছবি মুক্তি পায় তার। এইমুহুর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত অভিনেতা তিনি। যাইহোক, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ‘রক্ষা বন্ধন’।

   

প্রসঙ্গত, এই ছবিতে তার বিপরীতে মূখ্য ভূমিকায় দেখা যাবে ভূমি পেডনেকার, সাদিয়া খতিব, সহজমিন কৌর, স্মৃতি শ্রীকান্ত এবং দীপিকা খান্নাকে। অন্যদিকে, এই ছবির পরিচালকের কথা যদি বলি, তাহলে পরিচালনা করবেন আনন্দ এল রাই।

সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘রক্ষা বন্ধন’ এর প্রচারে এসে বছরে এতোগুলো ছবি করার প্রসঙ্গে মুখ খোলেন তিনি। তিনি বলেন এক বছরে সর্বাধিক ৪ টি ছবি করেন তিনি। অক্ষয়ের কথায়, “আমার কেরিয়ার জুড়ে, বিশেষ করে প্রথম দিকে, লোকেরা আমাকে বলত কেন আমি বছরে ৪ টি ছবি করি। সবাই সবসময় আমাকে ধীরগতি এবং বিশ্রামের পরামর্শ দেয়। আমি কয়টি চলচ্চিত্র করি এবং কয়টি প্রযোজনা করি? যদিও খুব কমই জানবে যে আমি অন্য শিল্পীদের তুলনায় বেশি ছুটি নিই। আমি রবিবার কাজ করি না এবং শনিবারে অর্ধেক দিন কাজ করি।”

এছাড়াও অক্ষয় জানান যে, “আমি একটি ছবির সেটে মাত্র ৮ ঘণ্টা কাজ করি। এ ছাড়া আমি খুব একটা কাজ করি না। যদিও আমার ৮ ঘণ্টা অন্য অভিনেতাদের ১৪-১৫ ঘণ্টার সমান”।

অক্ষয় কুমারের আসন্ন চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে গেলে, তিনি ‘রাম সেতু’, ‘পুতুল’, ‘সেলফি’, ‘ওএমজি ২ ( ওহ মাই গড 2)’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ বছর তার
বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ মুক্তি পেলেও দুটি ছবিই খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে। তবে তার পরবর্তী ছবি ছবি রাম সেতু বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে ২৪অক্টোবর। আগের ছবিগুলি ফ্লপের ধাক্কা গেলেও এই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদি অক্ষয়।

যাইহোক, ‘রক্ষা বন্ধন’-এর সঙ্গে মুক্তি পাবে আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এই দুটি ছবিতেই চলছে তুমুল প্রতিযোগিতা। এদিকে আবার ‘লাল সিং চাড্ডা’ বেশ ভালোরকম বিতর্কে জড়িয়ে পড়েছে। আমির খানের দেশবিরোধী মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে বয়কট করার ডাক দিয়েছে সবাই। এখন এই দুটি ছবির মধ্যে কোনটি জিতবে, তা সময়ই বলে দেবে।