অক্ষয় কুমার,বলিউড,বিনোদন,আল্লু অর্জুন,টলিউড,বিতর্ক,Akshay Kumar,Bollywood,Entertainment,Tollywood,Allu Arjun,Controversy

দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতে মজলেন অক্ষয়ও! আল্লু অর্জুনের সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ খিলাড়ি কুমারের

কয়েকদিন আগেই ভারতব্যাপী বিতর্ক ছড়িয়ে পড়ে বলিউড বনাম দক্ষিণী সিনেমা ঘিরে। কন্নড় অভিনেতা সুদীপ কিচা এই বিতর্ক শুরু করলেও, এই আগুনে ঘি ঢালেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ। এরপর সারা সোশ্যাল মিডিয়া ঘিরে চলতে থাকে ইন্ডাস্ট্রি-ইন্ডাস্ট্রি বাকযুদ্ধ। একে একে বিতর্কে জড়িয়ে পড়েন দুই ইন্ডাস্ট্রির বহু নামিদামি তারকা। কিন্তু সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন অক্ষয় কুমার।

বলিউডের খিলাড়ি জানিয়েছেন ইন্ডাস্ট্রির মধ্যে এই লড়াই তার একেবারেই না পসন্দ, এইরকম মারামারির কোনো প্রয়োজনই নেই। সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম বিভাজন তৈরি করলে আখেরে ক্ষতির মুখ দেখবে সিনেমাগুলিই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের সাথে কাজ করতে চান তিনি।

তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্রাট পৃথ্বীরাজের সম্প্রচারের সময়ই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলি বক্স অফিসে বলিউডের চেয়ে ভালো করার কারন কি?’ এই প্রশ্নের উত্তরে অক্ষয় তার বক্তব্যে বলেন, “দয়া করে দেশে ডিভাইড এন্ড রুল বন্ধ করুন। দক্ষিণ এবং উত্তর বলে কিছুই নেই, আমরা সবাইই এক। বর্তমানে সারা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির একসাথে কাজ করার সময় এসেছে। এর ফলে ভারতীয় দর্শকরাই ভালো ছবি পাবেন। এবং আমি দক্ষিণী ছবিতে আল্লু অর্জুনের সাথে কাজ করতে চাই”

প্রসঙ্গত, সম্প্রতি আক্কিকে ইন্টারনেটে ব্যাপক ট্রোল করা হয়েছিল তার সাম্প্রতিক করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলেছিলেন যে, স্কুলের ইতিহাসের পাঠ্যপুস্তকে শুধুমাত্র মুঘল শাসকদেরই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এবং সেগুলি মহারানা প্রতাপ এবং পৃথ্বীরাজ চৌহানের গৌরবের কথা বলে না। তার এই বক্তব্য খারিজ করে দিয়ে দর্শকরা তাকে NCERT বই এর ছবি তুলে দেখিয়ে দেয় যে, তিনি ভুল।

এক সাক্ষাৎকারে দেশের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে অক্ষয় কুমার বলেছিলেন যে, “দুর্ভাগ্যবশত, আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তকে সম্রাট পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে মাত্র ২-৩ লাইন রয়েছে, তবে আক্রমণকারীদের সম্পর্কে সেখানে অনেক কিছু উল্লেখ রয়েছে। আমাদের সংস্কৃতি এবং আমাদের মহারাজাদের সম্পর্কে খুব কমই বলা আছে পাঠ্য বইয়ে। বর্তমানে আমাদের ইতিহাসের বইয়ে এটা নিয়ে লেখার মতো কেউ নেই। আমি শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করতে চাই, বিষয়টি খতিয়ে দেখার জন্য। আমাদের মুঘলদের সম্পর্কেও জানা উচিত কিন্তু আমাদের মহান রাজাদের সম্পর্কেও জানা উচিত।”

Avatar

Moumita

X