Moumita

‘ব্রিটিশদের মত ভাগাভাগি নয়’, দক্ষিণী ইন্ড্রাস্ট্রি বনাম বলিউড বিতর্কে ঐক্যের বার্তা দিলেন অক্ষয় কুমার

বিগত বেশ কিছুদিন ধরেই বলিউড(Bollywood) বনাম দক্ষিণের তরজা তুঙ্গে। সম্প্রতি ‘হিন্দি বিতর্কে’ উত্তাল বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। কিছুদিন আগেই হিন্দি রাষ্ট্রভাষা কি না তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন অজয় দেবগন এবং কানাড়া অভিনেতা সুদীপ কিচ্চা। এমনকি এই দুই তারকার মধ্যেকার তর্ক, বাড়তে বাড়তে তা দুই ইন্ডাস্ট্রি অবধিও পৌঁছে যায়। সম্প্রতি এই বিষয়েই নিজের মতামত জাহির করলেন অক্ষয় কুমার(Akshay Kumar)। জানালেন বলিউড বনাম দক্ষিণের এই লড়াই একেবারেই পছন্দ নয় তার।

   

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজের বক্তব্যে জানান যে তিনি এই ভাগাভাগিতে বিশ্বাসী নন। সিনেমা জগতকে যখন কেউ দক্ষিণী ইন্ডাস্ট্রি, উত্তর ইন্ডাস্ট্রি বলে আলাদা করে সেটা তার পছন্দ নয়, ব্রিটিশরাও এই অভ্যন্তরীন মতভেদের সুযোগ নিয়েই আমাদের দেশকে ভাগ করে‌ গেছিলো। এর সাথে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমরা একটাই ইন্ডাস্ট্রি। আমাদের বুঝতে হবে এ ভাবেই ব্রিটিশরা এসে আমাদের ভাগ করে দিয়ে গিয়েছিল। কিন্তু, আমরা তা থেকে শিক্ষা নিইনি। আমরা এখনও বুঝতে পারছি না। যে দিন বুঝতে শিখব যে আমরা সকলে একই ইন্ডাস্ট্রির অংশ, সে দিন অনেক ভালো কাজ করতে পারব।”

বলিউডে রিমেক ট্রেন্ডের মধ্যেও খারাপ কিছু দেখছেন না তিনি, যেভাবে বলিউড ফিল্ম ‘ও মাই গড’-এর কাহিনি নিয়ে সুপারহিট ছবি তৈরি হয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। একইরকম ‘বিক্রম সিংহ’-এর মতো দক্ষিণী ছবির বলিউড রিমেকও ঝড় তুলেছে বক্স অফিসে। দর্শক যদি ছবি পছন্দ করে তাহলে আগামী দিনেও এমনটা আরও বেশি করে হওয়া উচিত বলে মনে করেন খিলাড়ি। অক্ষয় আরও বলেন যে, প্যান ইন্ডিয়া সিনেমা ব্যাপারটা তার ঢোকে না। তিনি চান সব ছবি সাফল্য পাক।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর দক্ষিণী ছবি বক্স অফিসে ঝড় তুলেছে, পুষ্পা দ্য রাইজ, ট্রিপল আর, কেজিএফ-২ মন জিতে নিয়েছে দর্শকদের। এমনকি কোনও হিন্দি ছবি তার ধারেকাছেও ঘেঁসতে পারেনি। দেশজুড়ে দক্ষিণী ছবির জয়জয়াকারের পরেই একটি অনুষ্ঠানে সুদীপ কিচ্চা বলেন যে, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়‌। বলিউডের বলা উচিত তারা সর্বভারতীয় ছবি তৈরি করছে। সুদীপের এই কথা হজম করতে পারেননি বলিউডের ‘সিংহম’। তিনি প্রশ্ন করেন, হিন্দি রাষ্ট্রভাষা না হলে কেন অন্য ভাষার ছবিগুলি হিন্দিতে ডাব করা হয়। সেই বিতর্কর জল গড়িয়েছে বহুদূর। প্রায় দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউড। দুই ইন্ডাস্ট্রি থেকেই বিভিন্ন নামিদামি তারকাদের নিজেদের মতামত ব্যক্ত করতে দেখা যায়।

এমতাবস্থায় বিভাজন নয়, ঐক্যের কথা বললেন অক্ষয়। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। যদিও তিনি একা নন, সম্প্রতি রণবীর সিংয়ের মুখেও শোনা গিয়েছিলো একই কথা। সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। আক্ষেপের সুরে জানিয়েছিলেন, তিনি তেলেগু বলতে পারেননা, তবে ভাষা না জানলেও সেই ভাষায় তৈরি ছবিগুলি দেখে মুগ্ধ তিনি। বলিউডের বাজিরাও জানান, “আমার গর্ব হয় কারণ এই ছবিগুলিকে আমি কখনও আলাদা বলে ভাবিনি। ওরা সবাই আমাদের আপন। ভারতীয় সিনেমা এক।” প্রসঙ্গত, আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে খিলাড়ি কুমারের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’। হিন্দির পাশাপাশি একাধিক দক্ষিণী ভাষাতেও মুক্তি পাবে ছবি।