বলিউড,বিনোদন,অক্ষয় কুমার,সাক্ষাৎকার,কাঠপুতলি,নতুন ছবি,Bollywood,Entertainment,Interview,Cuttputli,Akshay Kumar

Moumita

একের পর এক ফ্লপ! বয়কটের পর এবার সকলের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

সময়টা একদমই ভালো যাচ্ছেনা খিলাড়ি কুমারের। একসময় একটার পর একটা হিট ছবি উপহার দিলেও চলতি বছরের তিনটি ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ‘বচ্চন পান্ডে’, সম্রাট পৃথ্বীরাজের হতাশাজনক পারফরম্যান্সের পর ‘রক্ষা বন্ধন’ নিয়ে যা ও বা প্রত্যাশা ছিলো তাও শেষ। তার উপর আবার গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড।

   

একটা সময় হিট মেশিন বলা হতো অক্ষয় কুমারকে, তারই কি না এ হেন অবস্থা। হিট দূরে থাক, ছবির খরচ ওঠাতে ই হিমশিম খাচ্ছেন অভিনেতা। কিন্তু হঠাৎ এই অবস্থা কেন? দক্ষিণী ছবির দাপট নাকি সাম্প্রতিক বয়কট বলিউড ট্রেন্ড? এই প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানালেন অক্ষয় কুমার।

রক্ষা বন্ধন-এর পর কাটপুতলি ছবির হাত ধরে ওটিটি প্লাটফর্মে পা রাখতে চলেছেন অভিনেতা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই একটি বহুল পরিচিত ওটিটি প্লাটফর্মে আস্তে চলেছে এই ছবিটি। শোনা যাচ্ছে ছবিটি আসলে জনপ্রিয় দক্ষিণী সাসপেন্স থ্রিলার ‘রাত শাসন’ এর হিন্দি রিমেক। অক্ষয় ছাড়াও ছবিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিং, সরগুন মেহতা এবং চন্দ্রচূড় সিং-এর মতো বিশিষ্ট তারকাদের।

বলিউড,বিনোদন,অক্ষয় কুমার,সাক্ষাৎকার,কাঠপুতলি,নতুন ছবি,Bollywood,Entertainment,Interview,Cuttputli,Akshay Kumar

এইদিন ‘কাটপুতলি’র প্রচারে এসে লাগাতার ফ্লপ নিয়ে অকপট তিনি। উহঃ, ছবির ব্যর্থতার জন্য কারো ঘাড়ে দায় চাপাননি তিনি, ছবি ফ্লপ হওয়ার দায় নিলেন নিজেই। খুব পরিষ্কারভাবেই জানালেন তিনি, ‘সিনেমাগুলি ব্যবসা করতে পারছে না। এটা আমাদের দোষ, আমার দোষ। আমায় পরিবর্তন করতে হবে। দর্শকরা কী চাইছেন আমাদের বুঝতে হবে। এখানে আমায় ছাড়া আর কাউকে দোষী করা উচিত হবে না’।

লাগাতার ফ্লপের ধাক্কায় ক্লান্ত হয়েই কি ওটিটি প্লাটফর্ম বেছে নিয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, মানুষ তো এখানেও ট্রেলার পছন্দ হয়েছে কি হয়নি তা নিয়ে মন্তব্য করতেই পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেও মানুষ ছবি দেখছেন, মিডিয়া দেখছে। ভাল না খারাপ সে ব্যাপারে প্রতিক্রিয়া দিচ্ছেন। তাই সেফ স্পেস বলে কিছু নেই সবটাই কঠোর পরিশ্রম”।

প্রসঙ্গত, ‘কাঠপুতলি’র নাম নিয়ে দর্শকমহলে একটু দ্বন্ধ তৈরি হলেও এইদিন পরিচালক রঞ্জিত তিওয়ারি তা পরিস্কার করে দেন। তিনি বলেন, ‘রাত শাসন ছবির দ্বারা অনুপ্রাণিত এই সিনেমা। এর নাম কোনোদিন মিশন সিন্ড্রেলা ছিল না। এর নাম চিরকাল কাটপুতলিই ছিল। আমরা মুসৌরি এবং যুক্তরাজ্যে এই ছবির শ্যুটিং করেছি’। এখন লাগাতার ফ্লপের পর অক্ষয়ের যাবতীয় আশা ভরসা টিকে রয়েছে ‘কাটপুতলি’র উপর। প্লাটফর্ম বদলে কতটা ভালো ফর্ম করে এই ছবি, সেটা সময়ই বলবে।