alchohol beverage scotch and whiskey price low soon

সুরাপ্রেমীদের জন্য দারুন খবর, এবার হু হু করে কমবে মদের দাম! অপেক্ষা করলেই মিলবে সুযোগ

নিউজশর্ট ডেস্কঃ অফিসের পার্টি হোক কিংবা উইকেন্ড নাইট মদ ছাড়া চলে না আমজনতার। আপনিও যদি এরকম সুরাপ্রেমী(Alcoholic) হয়ে থাকেন তাহলে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খবর। এবার অনেকটাই দাম কমতে চলেছে বিশেষ কিছু মদের(Alchohol Price)। যারা স্কচ, হুইস্কি  পছন্দ করেন তাদের জন্য সুখবর। আপনি যদি জনি ওয়াকার(Johnnie Walker), চিভাস রিগালের(Chivas Regal)  মতো স্কচ, হুইস্কি পান করতে চান তাহলে এগুলো এখন খুব কম মূল্যে পেতে পারেন।

এর কারণ হলো ভারত ও ব্রিটেনের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি প্রস্তাব করা হতে পারে। সত্যি যদি এটা বাস্তবায়িত হয় তাহলে প্রভাব পড়বে উপরোক্ত দুই মদের দামের উপর। এতে করে মদের দাম এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলেও মনে করা হচ্চযে। বিশেষত, এই চুক্তির পর ভারত ও ব্রিটেনের মধ্যে জনি ওয়াকার ব্ল্যাক লেবেল এবং চিভাস রিগালের মতো বিখ্যাত ব্র্যান্ডের চালান বাড়তে পারে।

এরই সাথে বোতলজাত স্কচের জন্য ন্যূনতম আমদানি মূল্য অন্তর্ভুক্ত করা হবে বলেও মনে করা হচ্ছে। সম্প্রতি শেষ হয়েছে ভারত ও ব্রিটেনের মধ্যে এফটিএ নিয়ে ১১তম দফার আলোচনা। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল আলোচনার জন্য লন্ডনেও গিয়েছিলেন।

প্রসঙ্গত, বহুদিন আগেই এই চুক্তি গঠনের কথা ছিল। কিন্তু  যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা স্থগিত করা হয়। এখন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং ভারত-যুক্তরাজ্যের কর্মকর্তারা সব দিক থেকে এটি বাস্তবায়িত করার চেষ্টাই আছেন।

এর ফলে এমআইপি সীমার বেশি বোতলজাত স্কচের ওপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করা যেতে পারে। এর সাথেই অর্ধেক শুল্ক ৭৫ শতাংশের ওপর আরোপ করা যেতে পারে। তবে চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত এগুলি কিছুই হবে না।

Papiya Paul

X