বলিউড (Bollywood) জগতের এক জনপ্রিয় নাম আলিয়া ভাট (Alia Bhatt)। খুব অল্প সময়ে বি-টাউনে সাড়া ফেলেছেন তিনি। ২০২২ সালে তিনি গাঁটছড়া বেধেছেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের(Ranbir Kapoor) সঙ্গে। বর্তমানে একটি কন্যা সন্তানেরও মা হয়েছেন তিনি। তবে জানেন কি এখন কেমন আছেন অভিনেত্রী?
মাত্র কয়েক মাস আগেই মাতৃত্বের আনন্দ পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আপাতত ছোট্ট রাহাকে নিয়েই কাটছে অভিনেত্রীর মূল্যবান সময়। আর এইসবের মাঝেই এবার অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে দেখে অবাক নেটিজেনরা।
সম্প্রতি ডাবিং স্টুডিওতে দেখা গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। অভিনেত্রীকে দেখে চমকে উঠলেন নেট নাগরিক। ভরলো কমেন্ট বক্স। অনেকেই প্রশ্ন তোলেন,’মাত্র কয়েকদিন আগেই মা হয়েছেন এত তাড়াতাড়ি পাতলা হলেন কিভাবে!’ অনেকেই আবার লিখেছেন, ‘ আপনাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম’।
বেশ কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘মা হওয়ার পর মহিলাদের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় শরীরের ওজন। অনেকে ভেবে উঠতে পারেন না কিভাবে কমাবেন বাড়তি ওজন। তবে আমার মনে হয় ঠিক করে শরীর চর্চা করলেই রোগা হওয়া সম্ভব। রোগা হওয়ার পাশাপাশি খেয়াল রাখা উচিত সুস্বাস্থ্যের কথা। আমি পাতলা হওয়ার জন্য কিছুই করি না বরং সুস্থ থাকার জন্য করি’।
বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলিয়া ভাট। তাঁকে শেষবার দেখা গেছে ব্রহ্মাস্ত্র ছবিতে। সন্তানকে সময় দেওয়ার কারণেই বিরতি নিয়েছিলেন তিনি। সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার হয়তো কাজে ফেরার পালা। অভিনেত্রীকে পুনরায় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।