Alka Yagnik

Moumita

ভারতীয় শিল্পীদের জয়জয়কার, BTS-জাস্টিন বিবারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড অলকার

নতুন বছরের শুরুতেই আরো এক সুখবর। ভারতীয় শিল্পীদের (Indian Singer) জয়জয়কার গোটা বিশ্বে। হ্যাঁ, গোটা দুনিয়া মজেছে ভারতীয় সঙ্গীতে। বিশেষ করে যে ভারতীয় শিল্পী গোটা বিশ্বকে পাগল করেছেন সেই প্রতিভার নাম হল ‘অলকা ইয়াগনিক’ (Alka Yagnik)।

   

প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের জগতে সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে ‘বিশ্ব রেকর্ড’র মতো নতুন পালক। আর এই তথ্য এসেছে বিশ্বের খ্যাতনামা সংস্থা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কমিটির তরফ থেকে। রিপোর্ট বলছে, এই ভারতীয় শিল্পীর কাছে পিছিয়ে পড়েছে কোরিয়ান ব্র্যান্ড BTS-ও।

BTS থেকে শুরু করে জাস্টিন বিবার এরকম সবাইকে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তাঁর গান।

এদিকে গত বছর BTS-র গান বেজেছে ৭.৯৫ বিলিয়ন বার। ফলস্বরূপ ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। এখানে জানিয়ে রাখি, শুধু অলকা ইয়াগনিকই নয়, সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তাঁরা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)।

Alka Yagnik

প্রসঙ্গত, এটাই কিন্তু প্রথমবার নয়, গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। সাল ২০২০ তে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১৭ বিলিয়ন! আর তারপরেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠের খেতাব দেওয়া হয়েছে।