Ashish Vidyarthi

Moumita

আশিষ বিদ্যার্থীও বাংলার জামাই, অভিনেতার প্রথম স্ত্রী জনপ্রিয় বাঙালী অভিনেত্রী, চেনেন তাকে?

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) বহুল চর্চিত খলনায়ক হলেন আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। বহুমূখী প্রতিভাধর এই অভিনেতা খলনায়কের (Villain) পাশাপাশি আরো নানা ধরণের চরিত্রে অভিনয় করেছেন। তবে মূলত দাপুটে ভিলেইন হিসেবেই তিনি বেশি পরিচিত। তার নিখুঁত এবং দক্ষ অভিনয়ের কারণে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন আশিষ বিদ্যার্থী।

   

হিন্দি সিনেমার পাশাপাশি একাধিক বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কেবল অভিনয়ই নয়, বাংলার প্রতি রয়েছে তার বিশেষ টান। জানা যায়, তিনি নাকি কলকাতায় থাকতেও বেজায় ভালোবাসতেন। তবে এই বিশেষ টানের পেছনে রয়েছে এক বিশেষ কারণ। জানা যায়, একটি বিশেষ কারণে এই শহরকে আপন করে নিয়েছেন তিনি।

যারা আশিষ বিদ্যার্থীকে সিনেমার পর্দার বাইরেও চেনেন তারা হয়ত জানেন যে, আশিষ বিদ্যার্থীর প্রথম স্ত্রী হলেন বাঙালি। অর্থাৎ অমিতাভ বচ্চনের মতো এই অভিনেতাও হলেন বাংলার জামাই। বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। যদিও তিনি এখন প্রাক্তন।

আশিষ বিদ্যার্থীকে চিনলেও তার প্রথম স্ত্রী-কে চেনেননা অনেকেই। এমনকি অনেক বাঙালিও জানেনা তার স্ত্রী-র আসল পরিচয়। জানিয়ে রাখি, তার স্ত্রী-র নাম হল রাজসী বিদ্যার্থী (Rajoshi Vidyarthi)। অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তিনিও শুরু করেছিলেন পথচলা। একটা সময় তার রূপে মুগ্ধ ছিলেন বহু পুরুষ।

Shakuntala Barua,Rajoshi Vidhyarthi,Ashis Vidyarthi,Bollywood,Entertainment,Gossip,Indian Film Industry,Marriage,West Bengal,শকুন্তলা বড়ুয়া,রাজসী বিদ্যার্থী,আশিষ বিদ্যার্থী,বলিউড,বিনোদন,গসিপ,ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি,বিয়ে,পশ্চিমবঙ্গ

এরপর কাজ শুরু করেন হিন্দি সিরিয়ালেও। সেখানেই অভিনয় করতে গিয়ে আলাপ হয় আশিষ বিদ্যার্থীর সাথে। শুরু হয় বন্ধুত্ব এবং সেখান থেকেই গাঢ় হতে থাকে রসায়ন‌। এরপর তারা বিয়েও করেন। এবং বিয়ের পর থেকেই ছবি করা কমিয়ে দিয়েছিলেন তিনি। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। তবে বিচ্ছেদের পর থেকেই অন্তরালে চলে যান তিনি।