নিউজ শর্ট ডেস্ক: জরুরি প্রয়োজনে যখন তখন টাকা দরকার হলে এখন আর কারও ব্যাংকে যাওয়ার দরকার পড়ে না। যে কোন মুহূর্তে ক্যাশ টাকার দরকার পড়লে খুব অল্প সময়ের মধ্যেই এটিএমে (ATM) গিয়েই টাকা তোলা যায়। তাই এখনকার দিনে প্রায় অধিকাংশ মানুষই এটিএম থেকে টাকা তুলতে অভ্যস্ত হয়ে গিয়েছেন।
কিন্তু এটিএম থেকে টাকা তুললেও এটিএম সম্পর্কিত বেশ কিছু জরুরি নিয়ম সম্পর্কে জানেন না অনেকেই। তবে এই নিয়মগুলি না জানলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরাই। আসুন জানা যাক এটিএম-র ট্রানজেকশন (Transaction) সম্পর্কিত বেশ কয়েকটি জরুরী নিয়ম (Important Rule)।
একদিনে এটিএম থেকে সর্বাধিক কত টাকা তোলা যায়? প্রসঙ্গত সারা দিনে এটিএম থেকে একাধিকবার টাকা তোলা গেলেও টাকার পরিমাণের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা আছে।
এক একটি ব্যাংকের ক্ষেত্রে এই টাকা তোলার পরিমাণ এক এক রকম হয়ে থাকে। কিছু ব্যাংকে যেমন সারা দিনে ১০ হাজার টাকার বেশি তোলা যায় না, আবার কিছু ব্যাংকে ২৫ হাজার টাকা তোলা যায় একদিনে। যদিও কোনো কোনো ব্যাঙ্ক থেকে আবার ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যায়।
আরও পড়ুন: এবার হবে স্বপ্নের বাড়ি! সোনার গয়না বিক্রি করলে বিরাট ছাড় দিচ্ছে আয়কর দপ্তর
এছাড়া অনেকেই জানেন না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া নির্দেশ অনুযায়ী প্রতিমাসে যে কোনো ব্যাংকের এটিএম থেকে পাঁচ বার বিনামূল্যে টাকা তোলা যায়। তবে কেউ যদি ভুল বশত পাঁচবারের বেশি টাকা তুলে ফেলেন তাহলে তারপর থেকে তুলতে গেলে ২১ টাকা করে কেটে নেওয়া হয়।