Cooking Gass

Cooking Gas: রান্নার গ্যাস দেখতে বাড়িতে লোক আসলে কি করবেন? আগেই এইভাবে রেডি থাকুন

নিউজ শর্ট ডেস্ক: হঠাৎ করেই যদি জানতে পারেন কেউ আপনার বাড়িতে গ্যাস চেক (Gass Check) করতে আসছেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই, তাকে নিশ্চিন্তে পরীক্ষা-নিরীক্ষা করতে আসতে দিন। আসলে বাড়িতে গ্যাস সিলিন্ডারের (Gass Cylinder) থেকেই হামেশাই ঘটে যায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা। তাই বিপদ এড়াতেই সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস সিলিন্ডারের সুরক্ষার্থে একটি নতুন নির্দেশিকা জারি করেছে।

সেই কারণেই এখন বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত আমাদের দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩০ টি গ্যাস এজেন্সিতে ৩.২৫ লাখেরও বেশি এলপিজি গ্যাস সিলিন্ডারের কানেকশন রয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে আগামী চার মাসের মধ্যে দেশের মোট ৩০ কোটি উপভোক্তাদের বাড়িতেই এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এমন নিয়ম চালু করা হয়েছে?

আসলে আমাদের দেশে এখনও  এমন অনেকেই রয়েছেন যারা গ্যাস সিলিন্ডারে সঠিক ব্যবহার জানেন না। যার ফলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশে ব্যাপক হারে বাড়ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা লিকেজের ঘটনা। তাই এই সমস্ত বিপদ এড়াতেই কোম্পানিগুলো গ্যাস এজেন্সি গুলোকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ পরিদর্শনের নির্দেশ দিয়েছে।

রান্নার গ্যাস,Cooking Gass,গ্যাস সিলিন্ডার,Gass Cylinder,গ্যাস ওভেন পরীক্ষা,Gass Oven Checking,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

যার  ফলেআগামী দিনে গ্রাহকরা খুব সহজেই জানতে পারবেন কিভাবে গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়া এর সঠিক ব্যবহারও জানবেন তারা। এর ফলে কোন ভুল ত্রুটি হলে তারা শুধরে নিয়ে নিজেদের  নিরাপত্তা সুরক্ষিত করতে পারবেন। যার ফলে ভবিষ্যতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে খুব সহজেই।

আরও পড়ুন: এক ট্রেনেই হবে রামলালা আর বৈষ্ণোদেবীর দর্শন! তীর্থযাত্রীদের জন্য বড় উপহার ভারতীয় রেলের

যারা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন তাদের দিয়ে অথবা আলাদা কর্মী দিয়েও সিলিন্ডার চেক করার কাজ করা হতে পারে।জানা যাচ্ছে সিলিন্ডারের নিরাপত্তা যাচাইয়ের জন্য মোট আটটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এই পয়েন্ট গুলির এর ভিত্তিতেই  প্রশিক্ষিত কর্মীরা  বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার চেক করছেন। সবকিছু পরীক্ষা করার পর অনলাইন রিপোর্ট জমা দেবেন পরীক্ষাকারী।

রান্নার গ্যাস,Cooking Gass,গ্যাস সিলিন্ডার,Gass Cylinder,গ্যাস ওভেন পরীক্ষা,Gass Oven Checking,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর গ্রাহকের মোবাইলে ওটিপি নম্বর আসবে। মোবাইল অ্যাপে সেই নম্বর জমা দিলেই নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ হবে। এখন বিভিন্ন কোম্পানিগুলো সম্পূর্ণ বিনামূল্যে সময় অনলাইন ডেলিভারি পরিদর্শন শুরু করেছে। এছাড়া সুধা জোশী কমিটির সুপারিশ অনুযায়ী যান্ত্রিক পরিদর্শন করাও বাধ্যতামূলক। তবে এ ক্ষেত্রে পাঁচ বছরের জন্য ২৩৬ টাকা দিতে হয়।

Avatar

anita

X