North Bengal

Moumita

ভিড়ে ঠেসাঠেসি দীঘা নয়, গরমে শরীর চাঙ্গা করতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রামে, মুগ্ধ হয়ে যাবেন

মার্চ(March) শেষ হতে না হতেই গরম তার ঝলক দেখিয়ে দিয়েছে। সকালবেলা বাইরে বেরোলেই হাঁসফাঁস করছে বাঙালি। এমতাবস্থায় কোথাও ঘুরতে গেলে কেমন হয়? আর তা যদি হয় পাহাড়!(Hill) কিন্তু পাহাড় যাবো বললেই তো আর যাওয়া হয়ে ওঠেনা। খরচের কথাও মাথায় রাখতে হয় বৈকী‌। তাই আজকের প্রতিবেদনে এমন জায়গার কথা বলব যেখানে খুব কম খরচেই ঘুরে আসতে পারেন।

   

আজ আমাদের গন্তব্য হচ্ছে দাওয়াইপানি (dawaipani) গ্রাম। এই গ্রামটি দার্জিলিংয়ের (Darjeeling) খুব কাছেই অবস্থিত। খুব একটা ভিড় ভাট্টাও নেই এখানে। তাই প্রিয়তমার সঙ্গে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা এটি‌। শান্ত পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছবির মত এই গ্রাম আপনার পছন্দ হবেই।

এমতাবস্থায় জানিয়ে রাখি, খুব একটা ঘর বাড়ি এখানে নেই। যে কয়জন মানুষের বসবাস তাদের বেশিরভাগই চাষবাস করে দিন চালান। তবে এখানকার বিশেষ আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা। এই গ্রাম থেকে উঁকি দিলেই বরফ সাদা পাহাড় চূড়া দেখতে পান তিনি।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গ্রামে রয়েছে ঘুম মনেসট্রি। এছাড়া দাওয়াইপানির খুব কাছেই রয়েছে তাকদা, লামাহাট্টা এবং রঙ্গারুন। এখানে লামাহাট্টার ইকোপার্ক ও তাকদার ভেতর রয়েছে বিরাট অর্কিড গার্ডেন। তাই অর্কিড লাভারদের আদর্শ জায়গা হতে পারে এটি। কিছু চা বাগান এবং পুরনো ব্রিটিশ বাংলো এখানকার অন্যতম আকর্ষণ।

Dawaipani,দাওয়াইপানি,দার্জিলিং,ভ্রমণ,দর্শনীয় স্থান,কম খরচ,কাঞ্চনজঙ্ঘা,Darjeeling,Travel,Tourist Places,Reasonable Price,Kanchanjangha

এছাড়াও এই গ্রামের নামটাও দারুন অদ্ভুত। এবং এই নামের পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ। হিন্দিতে দাওয়াই মানে ওষুধ, আর পানি মানে জল। দুই মিলে হয় ওষুধের জল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই গ্রামের জল খেলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়‌।

কীভাবে যাবেন: নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সোজা পৌঁছে যেতে পারবেন দাওয়াইপানি। শিলিগুড়ি থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। থাকার জন্য রয়েছে কিছু হোটেল এবং হোম স্টে। এবং থাকা খাওয়ার খরচও খুব বেশি নয়।