নিউজ শর্ট ডেস্ক: বিশ্ব বিখ্যাত কোটিপতিদের নিয়ে আলোচনা হলে হামেশাই উঠে আসে এলন মাস্ক কিংবা অ্যামাজনের প্রতিষ্ঠা জেফ বেজোস,বিল গেটস্কি ম্বা আমাদের ভারতবর্ষের ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম। কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীতে রয়েছে এক এমন এক ধনী পরিবার (Richest Family) যাদের বিলাসবহুল জীবনের সামনে ফিকে এই সমস্ত বিশ্ব বিখ্যাত ধনী ব্যক্তিরাও।
তাদের পরিবারের বিলাসবহুল জীবন সর্বক্ষণ থাকে সংবাদ শিরোনামে। বিশ্বের এই ধনী পরিবারের সম্পত্তি গাড়ি-বাড়ি কি নেই। এই ধনী পরিবারের গাড়ির সংখ্যা হামেশাই ১০ গোল দিতে পারে বড় বড় গাড়ি শোরুম-কেও। এমনকি পরিবারের সদস্যদের থেকেও অনেক বেশি গাড়ির সংখ্যা। আর সেই সমস্ত গাড়ি কিন্তু কোন যে সে গাড়ি নয়।
প্রত্যেকটি গাড়ি-ই নাকি নামিদামি গাড়ি। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে বিশ্বের সবচেয়ে এই ধনী পরিবারের আটটি প্রাইভেট জেট রয়েছে। এই পরিবারের প্রায় ৭০০টি বিলাসবহুল গাড়ি এবং একটি ইয়ট রয়েছে। যেখানে নাকি গল্ফ-ও খেলা যায়।
কি ভাবছেন কারা সেই ধনী পরিবার? কোথায় থাকেন এই বিশ্ব বিখ্যাত ধনী পরিবারের সদস্যরা? জানা যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী এই পরিবার থাকেন আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরশাহের রাজ পরিবারই হল বিশ্বের সবচেয়ে ধনী পরিবার।অনেকের কাছে তাঁদের এই পরিবার অল-নয়ন পরিবার নামেও পরিচিত।
আরও পড়ুন: সুযোগ হাতছাড়া করলেই লস! গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল
ইউএই-এর প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ অল নয়নের এই রাজ পরিবারের প্রাসোদপম বাড়িটি মোট ৯৪ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। যার মূল্য নাকি ৪ হাজার কোটি টাকা। সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ অল নয়ন হলেন এই পরিবারের প্রধান।
তাঁর আঠারো জন ভাই বোন রয়েছেন। নয়টি সন্তান এবং ১৮ জন নাতি নাতনিও রয়েছেন। ২০২৪ সালে\ প্রকাশ্যে আসা একটি রিপোর্ট অনুযায়ী এই পরিবারের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ২৫,৩৩, ১১৩ কোটি টাকা। যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণের চেয়েও অনেক বেশি।