নিউজ শর্ট ডেস্ক: সারা মাসের খাটনির টাকা সঞ্চয়ের জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছেই সবচেয়ে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হল ব্যাংক। তবে অর্থ সঞ্চয়ের আগে ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে ভালো করে জানা প্রয়োজন। এমনই কয়েকটি জনপ্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) হল- সেভিংস অ্যাকাউন্ট (Savvings Account), কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট।
এই সমস্ত জনপ্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও সেভিংস অ্যাকাউন্টেরই একটি প্রকার হল জিরো ব্যালেন্স (Zero Balance) সেভিংস অ্যাকাউন্ট। এই জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট খুললে যাব জন্য অতিরিক্ত কোনো চার্জ কাটা হয় না। শুধু তাই নয় এই অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলেও কোন রকম চার্জ কাটা হয় না। তাই জিরো ব্যালেন্সের এই সেভিংস অ্যাকাউন্ট অনেকের কাছেই দারুন জনপ্রিয়।
আসুন জানা যাক আমাদের দেশের কোন কোন ব্যাঙ্কের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে বেশি সুদ সমেত একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। ভারতের সেরা জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট। ভারতের মধ্যে যেসমস্ত ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল-
ইন্দাসল্যান্ড জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট
IDFC জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
RBL জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
স্ট্যান্ডার্ড চার্টার্ড জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
কোটাক মাহিন্দ্রা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
এক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
ICICI ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
YES ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট।
আরও পড়ুন:বাড়ি বসেই কোটিপতি! ১০০ টাকার এই নোট থাকলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা
আসুন এবার দেখে নেওয়া যাক, উপরোক্ত ব্যাংকগুলির মধ্যে কোন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ কত?
RBL ব্যাংকের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৭ শতাংশ
IDFC ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট BSBDA-এ সুদের হার ৬.৭৫ শতাংশ
Indusind ব্যাংক ইন্দাস স্মল সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ
অ্যাক্সিস ব্যাংকের বেসিক সেভিংস অ্যাকাউন্টেও একই ভাবে ৪ শতাংশ সুদ দেওয়া হয়
কোটাক মহিন্দ্রা ব্যাংকের ৮১১ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে সুদের হার ৩.৫০ শতাংশ
এছাড়া HDFC ব্যাংকের বেসিক সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় মাত্র ৩ শতাংশ
একইভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টের বেসিক ব্যাংকিং অ্যাকাউন্টে সুদের পরিমাণ মাত্র ২.৭৫ শতাংশ
সবশেষে আছে SBI বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টের সুদের হার। যা খুবই সামান্য অর্থাৎ ২.৭০ শতাংশ।