Bollywood,Entertainment,Hit Trailer,Flop Movie,Kalank,Zero,বলিউড,বিনোদন,হিট ট্রেলার,ফ্লপ মুভি,কর্তৃক,জিরো

Moumita

ট্রেলার সুপারহিট অথচ সিনেমা সুপার ফ্লপ, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউডের এই ৫টি ছবি

কথায় আছে ‘ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন’। চলচ্চিত্রের ক্ষেত্রেও এই নিয়ম খাটানোর চেষ্টা করেন নির্মাতারা। যে কোনো ছবির ক্ষেত্রেই ট্রেলারকে ততটা সম্ভব ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করা হয়। প্রায়শই ছবির ট্রেলার এতটাই দূর্ধর্ষ হয় যে দর্শক মনে করে ছবিটিও এরকমই দূর্ধর্ষ হবে। কিন্তু তা অনেক ক্ষেত্রেই হয় না। এমন বেশ কিছু ছবি রয়েছে তাদের ট্রেলার তো হিট হয়েছে কিন্তু ছবিগুলি রীতিমত ফ্লপ।

   

1. জব হ্যারি মেট সেজল : ইমতিয়াজ আলী পরিচালিত জব হ্যারি মেট সেজল ছিল ২০১৭ সালের বহুল প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। ছবির ট্রেলার ২১ মিলিয়ন ভিউ অর্জন করলেও ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ। প্রসঙ্গত ৯০ কোটির বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিসে প্রায় ৬২ কোটি আয় করেছিল।

Bollywood,Entertainment,Hit Trailer,Flop Movie,Kalank,Zero,বলিউড,বিনোদন,হিট ট্রেলার,ফ্লপ মুভি,কর্তৃক,জিরো

2. কলঙ্ক : বেশ ধুমধাম করে মুক্তি পায় এই পিরিয়ড ড্রামা। বিশাল বাজেট থেকে শুরু করে স্টার কাস্ট কোনো কিছুরই কমতি ছিলোনা এই ছবিতে। যেখানে কলঙ্ক ছবির ট্রেলারটিই ৩৭ মিলিয়ন ভিউ পেয়েছিলো সেখানে বক্স অফিস আয়ের কথা বললে তা একেবারেই নগণ্য। ১৩৭ কোটি খরচ করে তৈরি করা এই ছবির আয় ছিলো মাত্র ৮০ কোটি টাকা।

Bollywood,Entertainment,Hit Trailer,Flop Movie,Kalank,Zero,বলিউড,বিনোদন,হিট ট্রেলার,ফ্লপ মুভি,কর্তৃক,জিরো

3. থাগস অফ হিন্দুস্তান : পিরিয়ড ড্রামা ফিল্ম ‘থাগস অফ হিন্দুস্তান’-এর বাজেট ছিলো প্রায় ৩০০ কোটি। ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই তা চেয়ে গেছিলো সোশ্যাল মিডিয়ায়। ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ১১১ মিলিয়ন পার করে গেছিলো। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। মাত্র ১৫১ কোটি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো ছবিটি।

Bollywood,Entertainment,Hit Trailer,Flop Movie,Kalank,Zero,বলিউড,বিনোদন,হিট ট্রেলার,ফ্লপ মুভি,কর্তৃক,জিরো

4. জিরো : আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিটির বাজেট ছিলো প্রায় ২০০ কোটি টাকা। ইউটিউবে ছবিটির ট্রেলার আসা মাত্রই তার ভিউ ১২৩ মিলিয়ন ছাড়িয়ে যায়। তবে এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেলে মুখ থুবড়ে পড়ে। এই ছবিতে শাহরুখ একজন বামন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

Bollywood,Entertainment,Hit Trailer,Flop Movie,Kalank,Zero,বলিউড,বিনোদন,হিট ট্রেলার,ফ্লপ মুভি,কর্তৃক,জিরো

5. জগ্গা জাসুস : অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস একদিন তার সময়ের চেয়ে এগিয়ে থাকা চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হলেও হতে পারে। তবে মুক্তির সময় দর্শকদের বিশেষ প্রভাবিত করতে পারেনি ছবিটি। ১৩১ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির ট্রেলারে পর্দায় ১০ লক্ষ ভিউ এসেছিলো। তবে বক্স অফিস কালেকশনের কথা বললে মাত্র ৫৩ কোটি টাকা আয় হয়েছিলো ছবিটির।