Amartya Sen daughter actress Nandana Dev Sen's message on choosing dress after 40s

৫৬ পেরিয়েও বিকিনিতে, পোশাক নিয়ে নিন্দে করা ট্রোলারদের স্পষ্ট জবাব অমর্ত্য-কন্যা নন্দনার!

নিউজশর্ট ডেস্কঃ অমর্ত্য সেন নামটা ছোট থেকে বড় সকলেরই জানা। নোবেল প্রাপ্ত সাহিত্যিক হিসাবে ভারত তো বটেই বিশ্ব জোড়া খ্যাতিরয়েছে তাঁর। তবে তাঁর মেয়ে নন্দনা দেব সেনও (Nandana Dev Sen) অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত। বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড উভয় জায়গাতেই  একাধিক কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি নেটপাড়ায় তার একটি ভিডিও বেশ চর্চায় উঠে এসেছে। যেখানে অনলাইন কটাক্ষকারীদের বিরুদ্ধে মুখ খুলেছেন নন্দনা।

সৃজিতমুখোপাধ্যায়ের ছবি ‘অটোগ্রাফ’ এ অভিনয় করেছিলেন নন্দনা। এর আগেই সঞ্জয় লীলা বানশালির ‘ব্ল্যাক’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। এছাড়া বিবেক ওবেরয়ের সাথে ‘প্রিন্স’ ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী। পরবর্তীকালে ব্যবসায়ী জন মাকিনসনকে বিয়ে করেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালিখি থেকে শুরু করে একাধিক এনজিও এর সাথে শিশু সুরক্ষার কাজপ করেন তিনি।

ভিডিওটিতে গোলাপি বিকিনি পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। চোখে সানগ্লাস, ঠোঁটে লিপস্টিক দিয়ে বেশ হাসিখুশিই দেখাচ্ছে তাঁকে। এই রিল ভিডিওর ক্যাপশনে নন্দনা লিখেছেন, ‘আপনাদের মধ্যে একজন আমায় জিজ্ঞাসা করেছিলেন মিষ্টিভাবে, আমি কি জামাকাপড় সম্পর্কে কোনো নিয়ম মেনে চলি? একটাই নিয়ম সেটা হল আমার স্বাচ্ছন্দ্য। আরও বলতে গেলে আমি আমার নিজের জন্য  আর আমার স্টাইলিস্ট মেঘলার জন্য ড্রেস পড়ি’।

 

View this post on Instagram

 

A post shared by Toompa Sen (@nandanadevsen)

এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘আসুন আমরা আমাদের নিজস্ব স্টাইলগুলিকে আপন করি, যা পরলে আমাদের মুক্ত এবং চমৎকার ফিল করি, সেটাই পড়ি।’ ক্যাপশনের সাথে ম্যাচ করে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, ‘এমন কি কিছু আছে যেটা ৪০ বছর হয়ে গেলে আর পরা উচিত নয়? এটা লোকের আলাদা আলাদা মত’।

প্রসঙ্গত, গতবছর আচমকাই ভুয়ো খবর ছড়িয়ে পরে অমর্ত্য সেন মারা গিয়েছেন। তবে সেই সময় নন্দনা নিজেই পোস্ট পরে সত্যিটা সকলের সামনে তুলে ধরেন। বাবার সাথে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বাবার সুস্থতা নিয়ে সকলের উদ্বেগের জন্য ধন্যবাদ। উনি একদম ঠিক আছেন, যে খবর রটেছে সেটি ভুয়ো। অমর্ত্য সেন বেশ ভালো আছেন, হার্ভার্ডে দুটি কোর্স নিয়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন।’

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X