Amazon Great Indian Festival 2024 starting dates and what deals to expect

৮০% ছাড়ে কিনুন স্মার্টফোন-ল্যাপটপ! কবে শুরু হচ্ছে Amazon Great Indian Festival? দেখুন তারিখ সহ অফার

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই আসছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই সময় কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েন সকলেই। আর ডিজিটাল টেলিকনজির যুগে সিংহভাগ লোকেই অনলাইনে অর্ডার করতে ভালোবাসেন। তাই এই সময়ই ভারতের অন্যতম বৃহৎ ই কমার্স সংস্থা আমাজন নিয়ে হাজির হচ্ছে বছরের সবচেয়ে বড় ইভেন্ট গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৪ (Amazon Great Indian Festival 2024)। যেখানে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে স্মার্টফোন মোবাইল থেকে আরও একাধিক জিনিস কেনাকাটির উপরে।

আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৪

প্রতিবছরের মত এবারেও উৎসবের মরশুমে সবচেয়ে বড় সেল নিয়ে হাজির আমাজন। মাত্র কয়েক দিনের এই সেলে কোটি কোটি মানুষ নিজেদের পছন্দের জিনিস একেবারে জলের দামে কিনে নিতে পারেন। জামাকাপড় থেকে বাড়ির বা রান্নাঘরের জিনিস, স্মার্টফোন থেকে ল্যাপটপ আরও অনেক কিছুতেই থাকে দুর্দান্ত সমস্ত অফার। তাই আপনিও নিজেদের পছন্দের জিনিসের তালিকা শীঘ্রই তৈরী করে ফেলুন।

কবে শুরু হচ্ছে Amazon Great Indian Festival?

এখনও পর্যন্ত অফিসিয়ালি সেলের অ্যানাউসমেন্ট করা হয়নি ফলে নিখুঁত তারিখ জানা সম্ভব হয়নি। তবে সূত্রমতে জানা যাচ্ছে এবছর অক্টবরের শুরুতেই চাও হবে গ্রেট ইন্ডিয়ান সেল। যেটা কয়েক সপ্তাহ ধরে চলবে আর প্রতিদিনই অবিশ্বাস্য দামের নতুন অফার থাকবে।

Amazon Great Indian Festival 2024 এ কি সেরা অফার থাকতে পারে?

এমনিতেই প্রতিবছর গ্রেট ইন্ডিয়ান সেল সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে। কখনো স্মার্টফোনের উপর ৫০% ছাড় তো কখনো নামমাত্র দামে আইফোন বা ল্যাপটপের অফার থাকে। এছাড়াও বাড়ি বা রান্না ঘরের জিনিসপত্র থেকে স্পিকার, হেডফোন, জামা কাপড়, ফ্যাশন অ্যাক্সেসোরিস এর মত একাধিক ক্যাটেগরিতে অফার থাকে। ইতিমধ্যেই এবছরে কোন ক্যাটেগরিতে কত ছাড় মিলতে পারে তার একটা পূর্বাভাস মিলেছে। নিচে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

ক্যাটেগরিকত ছাড় পাওয়া যেতে পারে
স্মার্টফোন ও ল্যাপটপ৩৫-৪০%
পুরুষ ও মহিলাদের ফ্যাশনের দ্রব্য (জামা, প্যান্ট, জুতো ইত্যাদি…)৭০% পর্যন্ত
টিভি, ফ্রিজের মত বাড়ির অ্যাপ্লাইয়েন্স৪৫-৫০%
রান্নাঘরের ইলেক্ট্রনিক আইটেম৫০%
স্মার্ট হোম গ্যাজেট৫০%
বিছানা, সোফার মত ঘরের ফার্নিচার থেকে ঘর সাজানোর জিনিস৫০-৬০% পর্যন্ত

আরও পড়ুনঃ জলের দামে মিলবে ফোন-ল্যাপটপ সব! কবে থেকে শুরু Flipkart Big Billion Day Sale? দেখুন ডেট ও অফার

বোঝাই যাচ্ছে সেল শুরু হলেই ঝাঁপিয়ে পড়বেন সকলে। তাই আগে থেকেই নিজের পছন্দের জিনিস কার্টে অ্যাড করে রাখতে পারেন। এতে খুঁজতে বা অর্ডার দিতে সময় নষ্ট কম হবে। কারণ দাম কমলে সেটা লিমিটেড স্টক থাকে দ্রুত অর্ডার করতে হয়। তাছাড়া আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে অতিরিক্ত ছাড় পাওয়ায় যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X