ambarish bhattacharya said why he did not marry

অম্বরীশের জীবন ‘নারী বর্জিত’ নয়, তবুও কেন বিয়ে করলেন না ‘খড়কুটো’র পটকা?

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। ‘রাজা অ্যান্ড গজা’ কিংবা ‘খড়কুটো’র পটকা সব চরিত্রেই দর্শকদের মন জিতে নিয়েছেন। আর এখন তো ব্যোমকেশের অজিত চরিত্র অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য(Ambarish Bhattacharya)। বরাবরই নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছেন তিনি। যে কোনো চরিত্রে তার অভিনয় সত্যিই প্রশংসনীয়।

বিরসা দাশগুপের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’তে(Byomkesh O Durgo Rahasya) অজিতের চরিত্রে সুযোগ পেয়ে গেছেন তিনি। প্রায় দুই দশক অভিনয় জগতে কাটিয়ে ফেলেছেন ছোটপর্দার ‘পটকা’। একসময় সিরিয়ালে তার জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও এখন সিনেমা এবং ওয়েবদুনিয়া দু’দিকেই ব্যস্ত রয়েছেন অভিনেতা। তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল রয়েছে অনুরাগীদের মনে। সবাই এই প্রশ্ন করেন তিনি কেন বিয়ে করেননি?

যদিও তার জীবনের প্রেম নিয়ে কোন চর্চাও শোনা যায় না। কিন্তু অজিত চরিত্র অভিনয়ের পর অম্বরীশের প্রেম জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে। অভিনেতা বলেছেন যে তার জীবন ‘নারী বর্জিত’ নয়, বরং ‘স্ত্রী বর্জিত’। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে খোলাখুলি ভাবে বলেন, ‘আমার অনেক নারী বান্ধবী আছে, তাই আমি আসলে অজিতের মত নই। আমি অনেকের থেকে বেশি নারী চরিত্র বুঝি এবং নারীদের বিষয়ে আমারও আগ্রহ রয়েছে।’

বিয়ে করে সংসারী হওয়ার চেয়ে অভিনয় করেই জীবন কাটিয়ে দিতে চান। তিনি আরো বলেছেন যে মানুষের সঙ্গে মিশতেই তার সব থেকে বেশি ভালো লাগে। কম বয়স থেকেই যাত্রা এমন নাটকের সঙ্গে যুক্ত হওয়ায় নানা জায়গায় ঘুরে ঘুরে বহু মানুষের সঙ্গে মেলামেশার চরিত্র সুযোগ হয়েছে তার। তিনি তার জীবনে প্রচুর অদ্ভুত রকমের মানুষ দেখেছেন। অভিনয় জগতে নিজের চরিত্রের মাধ্যমে সে সকল মানুষের তিনি ফুটিয়ে তুলতে চান। অভিনেতার জীবন ও একসময় প্রেম এসেছিল। সেই প্রেম টেকেনি। আর তাই নিজের জীবনের পুরোনো দিনগুলোকে খুব মিস করেন অম্বরীশ।

Papiya Paul

X