Papiya Paul

আমেরিকা থেকে কামান আনলো ভারত, দুয়ারে যুদ্ধ নাকি অন্য কিছু?

অদূর ভবিষ্যতে চীনের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইতিমধ্যেই আমেরিকার থেকে আরও বেশি সংখ্যায় M 777 আল্ট্রা লাইট হাউইতজার কিনেছে ভারত। বলাই বাহুল্য আগে থেকেই সাবধান হতে চাইছে ভারত। লাদাখের পর এবার অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকাতে আক্রমণ করতে দেখা যাচ্ছে চীন সেনাদের। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে উপরমহলের কর্তাদের। তাই আরো বেশি সংখ্যক কামান মোতায়েন করার জন্য ইতিমধ্যেই আমেরিকার থেকে আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নেয় ভারত।

   

২০১৬ সালে ১৮৫ টি M 777 আল্ট্রা লাইট হাউইজার অর্ডার করেছিল ভারতীয় সেনা। এটি কিনতে ৭৫০ মিলিয়ন ডলারের চুক্তি করে ভারত বর্ষ। এর মধ্যেই ৮৯ টি বিমান ভারতের হাতে এসেছে, বাকি আগামী বছর জুনের মধ্যে ভারত বর্ষ হাতে পেয়ে যাবে।

পূর্ব সেক্টরে M 777 আল্ট্রা লাইট হাউইটজার ছাড়াও মোতায়েন করা হবে CH- 47F অ্যান্টি এয়ার ক্রাফট কামান। তবে উচ্চতা এবং দুর্গম পথের কারণে এখনও ভারতীয় কামান মোতায়েন করা সম্ভব হয়নি অনেক স্থানে। তবে এবার চিনুকের সাহায্যে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র সীমান্ত অঞ্চলে মোতায়েন করা যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সেখান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩৪৬ কিলোমিটার। সম্প্রতি অরুণাচল প্রদেশের সীমান্তে দুই দেশের সেনা মুখোমুখি হয়। যদিও ঘটনায় কোন পক্ষের সেনা নিহত হননি। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রায় ১৩ দফা বৈঠক হয়েছে কিন্তু তাতেও মীমাংসা পাওয়া যায়নি। তাই আপাতত ভারত-চীন সীমান্ত এলাকায় যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী।