Papiya Paul

উত্তরপ্রদেশ ভোটের আগেই ৩০০ সিট জেতার ব্লু প্রিন্ট বানিয়ে দিলেন অমিত শাহ, চাপে বিরোধীরা

আর কিছুদিনের মধ্যেই উত্তরপ্রদেশে নির্বাচন আসন্ন। প্রত্যেকটি দল ক্ষমতার দৌড়ে সামিল হচ্ছে। তবে এবার উত্তরপ্রদেশের হয়ে মাঠে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় বৈঠক শেষে এবার লখনৌতে বেশকিছু কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। ৩০০ পার করে যাওয়ার স্লোগানও দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে অমিত শাহের উপস্থিতিতে বড় বৈঠকে অংশগ্রহণ করলেন বর্তমান বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বর্তমান সাংসদ, প্রাক্তন সাংসদ, কর্মী এবং নেতারা।

   

অমিত শাহ দাবি করেন, নির্বাচনের মাঠে বিজেপিকে টেক্কা দেবার মত কোন বড় সংগঠন এখনো পর্যন্ত তৈরি হয়নি। বুথ যদি শক্তিশালী থাকে, তবে ৩০০ পার করে যাওয়া কোন কঠিন ব্যাপার হবে না। তবে এটি বাস্তবায়িত করতে গেলে প্রাক্তন সাংসদ এবং বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি। দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে সকলকে।

বৈঠকে জয়ের মন্ত্র দেওয়ার পাশাপাশি তিনি প্রত্যেক ইনচার্জ এর কাছ থেকে বিজেপির রিপোর্ট কাছে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, উত্তরপ্রদেশের যদি যোগী আদিত্যনাথ আরো একবার মুখ্যমন্ত্রীর আসনে বসেন তাহলে কেন্দ্রের ক্ষমতা আরও একবার বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের প্রস্তুতি শুরু করতে হবে ২০২২ সালের উত্তরপ্রদেশের নির্বাচন থেকেই। দূরদর্শিতার অভাব হলে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই এখন থেকে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের জয়ী হবার সম্ভাবনা অনেকটাই। উত্তর প্রদেশ কংগ্রেস অথবা অন্য কোন পার্টি সেইভাবে নিজেদের ঘাঁটি গাড়তে পারবে না বলেই বিশ্বাস বিজেপি কর্তাদের।