Amitabh Bachchan

Papiya Paul

জয়া-রেখার আগেও এই কলকাতার মেয়ের প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন! রইল তাঁর আসল পরিচয়

বলিউডের(Bollywood) শাহেনশাহ বিগ-বি ওরফে অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। যার ‘লাভ লাইফ’ নিয়ে চর্চার অন্ত নেই। জয়া বচ্চনের সঙ্গে আলাপচারিতা, প্রেম এবং বিয়ের গল্প কিন্তু অভাবনীয়। বলা বাহুল্য যে, হার মানাবে সিনেমার গল্পকেও। আবার এদিকে রেখা এবং বিগ-বির ‘কেমিস্ট্রি’ নিয়েও চলে  নানা জল্পনা। তবে জয়া(Jaya)  বা রেখা(Rekha) কেউই কিন্তু অমিতাভের  প্রথম ভালোবাসা নন।

   

তাঁর  প্রথম প্রেয়সী ‘নীলাঞ্জনা’-টি কিন্তু ছিলো অন্য এক নারী। নাহ তিনি বলিউডের কেউ নন। ছয়ের দশকে আর পাঁচটা সাধারণ যুবকের মতোই ছিলেন অমিতাভ। চাকরি সূত্রে এলাহাবাদ থেকে চলে এসেছিলেন কলকাতায়। এই সময়েই নাকি প্রেমে পড়েছিলেন অমিতাভ। কার?

জয়া-রেখা নন, অমিতাভের ‘প্রথম প্রেম’ কিন্তু এক সাধারণ মেয়ে। শোনা যায়, কলকাতায় চাকরি করার সময়েই নিজের এক সহকর্মীর প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চন্দা নামে এক মরাঠি মেয়েকে মন দিয়েছিলেন অভিনেতা।

সূত্রের খবর, এক থিয়েটারে হয় আলাপ দুজনের। সে সময়ে কলকাতার কোম্পানিতে চাকরি করতেন অমিতাভ। ওই একই কোম্পানিতে চাকরি করতেন মেয়েটিও। টানা তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়েও করতে চেয়েছিলেন অমিতাভ। ভবিষ্যত দেখছিলেন সেই মেয়েটিকে নিয়ে।  কিন্তু মাঝ পথেই ছন্দ পতন। বিয়ে তো দূর, উল্টে ভেঙে চুরমার হয়ে যায় সেই সম্পর্ক।

এরপরেই ভাঙ্গা মন জোড়া লাগাতে কলকাতা থেকে মুম্বই চলে আসেন অভিনেতা। অভিনয়ে কেরিয়ার শুরু করেন তিনি, শেখেন অভিনয়। পরপর বেশ কয়েকটি ফ্লপ ছবির পর ‘জঞ্জির’এ অমিতাভ জয়ার জুটি সুপারহিট হয়। ঠিক হয়েছিল লন্ডনে গিয়ে ছবির সাফল‍্য উদযাপন করা হবে।

কিন্তু ততদিনে প্রেম জমে ক্ষীর অমিতাভ-জয়ার। অনলাইন কেমিস্ট্রি গড়িয়েছে অফলাইন ভালোবাসায়। এরপরেই ১৯৭৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ-জয়া। এরপরের ঘটনা অবশ্য সকলেরই জানা। আজও দিব্যি সংসার করে যাচ্ছেন দুজনে।