Arijit

মৃত্যুর হুমকি দিয়ে গৌতম গম্ভীরকে ইমেল পাঠানো হল পাকিস্তান থেকে, তোলপাড় ভারত-পাক রাজনীতি

প্রাক্তন ভারত ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে মৃত্যুর হুমকি দিয়ে বারবার ইমেল আসছে। গত মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ গম্ভীরের কাছে প্রথম ইমেইল আসে। সেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলবো।’ তারপর বুধবার দুপুর আড়াইটা নাগাদ ফের মৃত্যুর হুমকি দিয়ে ইমেল আসে গৌতম গম্ভীরের কাছে। সেই ইমেলে লেখা ছিল, ‘ আমরা তোমাকে হত্যা করার চেষ্টা করেছিলাম কিন্তু গতকাল তুমি বেঁচে গেলে। যদি নিজের জীবন এবং পরিবারকে ভালোবাসো তাহলে রাজনীতি ও কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকো।’

   

আর এই ঘটনার পরই নড়ে চড়ে বসেন গৌতম গম্ভীর। তিনি তাঁর ব্যক্তিগত সচিব গৌরব আরোরার মাধ্যমে স্থানীয় থানায় অভিযোগ জানান। জানা গিয়েছে দ্বিতীয় ইমেলে গৌতম গম্ভীরের বাড়ির ছাদের ছবিও পাঠানো হয়। যা দেখে রীতিমত ভয় পেয়ে যায় গম্ভীর এবং তার পরিবার। ইতিমধ্যেই গম্ভীরের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে।

তারপরই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ইমেল দুটি এসেছে আইসিস কাশ্মীরের তরফ থেকে এবং ইমেল দুটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। গুগলের কাছে ইমেল দুটির আইপি অ্যাড্রেস দিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে গুগলের তরফ থেকে জানানো হয়েছে আইপি এড্রেস দুটি পাকিস্তানের এবং ইমেল দুটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে।