Papiya Paul

বিরাট ধাক্কা পাকিস্তানের, ভারত ও UAE-র মধ্যে স্বাক্ষরিত হল বড়সড় বাণিজ্য চুক্তি

বিরাট এক ধাক্কার সম্মুখীন পাকিস্তান। এই মুহূর্তে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে ভারত। গত এক সপ্তাহের মধ্যে ওমানের নৌবাহিনী প্রধান এবং সৌদির সেনাপ্রধান এসেছেন ভারতের সফরে। এমনকি ভারত ও সংযুক্ত আমিরশাহীর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তির পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করছেন স্বাক্ষরিত ওই চুক্তি ভারতের জন্য বেশ উপকৃত হবে।

   

এর সাথে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যেমন শক্তিশালী করবে ঠিক তেমনি প্রত্যক্ষ প্রভাব সরাসরি পাকিস্তানের উপর পড়বে। জানা গিয়েছে, ভারত ও সংযুক্ত আমিরশাহী এই চুক্তির আওতায় একে অপরের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যেতে চলেছে। এই চুক্তিতে কিন্তু তেল অন্তর্ভুক্ত থাকবে না। সংযুক্ত আরব আমিরশাহী তেল ছাড়া অন্য কোন পণ্য সেভাবে রপ্তানি করে না।

ভারত আবার টেক্সটাইল, হস্তশিল্প, রত্ন, অলংকার, চামড়া, জুতো এগুলো বিপুল পরিমাণে রপ্তানি করে। ভারতের দিক থেকে এই চুক্তি বেশ লাভজনক হবে। শুধু এটাই নয়, এই চুক্তির পর সংযুক্ত আরব আমিরশাহী আগামী কয়েক বছরের মধ্যে ভারতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট পাইপলাইন প্রজেক্ট এর অধীনে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানা গেছে। আবার অন্যদিকে এই NIP-র অধীনে ভারত আগামী ২০২৫ সালের মধ্যে পরিকাঠামো খাতে প্রায় ১১১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।

এই বিনিয়োগের মাধ্যমে অত্যাধুনিক বিমানবন্দর ,বন্দর, রেলওয়ে নেটওয়ার্ক এবং অন্যান্য লজিস্টিক সুযোগ-সুবিধা উপলব্ধ থাকবে। এই চুক্তিকে বলা হচ্ছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। এটি ভারতের প্রধানমন্ত্রীর কোনো দেশের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে এই চুক্তির পর প্রথম দিন থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় স্বার্থের সঙ্গে যুক্ত ৯০ শতাংশ পণ্য রপ্তানি করা ভালো সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও ভারতে রপ্তানির ৮০ শতাংশ UAE-তে শুল্ক মুক্ত করা হবে। বিশেষত এই চুক্তিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে পাকিস্তান। এমনিতেই পাকিস্তানের বর্তমানে বিশাল বৈদেশিক ঋণের তলায় থাকার জন্য আর বিদেশী ঋণ পাওয়ার জন্য ছুটছে।