Papiya Paul

পুঁজির অভাব! মাত্র ৫ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ ৮৫০ কোটি টাকার মালিক!

যে কোন খাবারের কদর তো সবসময় বেশি। মানুষ খেতে ভীষণ পছন্দ করেন। আর সেই খাবার যদি হয় সুস্বাদু তাহলে তো তার কথাই নেই। খুব সহজেই সেই সুস্বাদু খাবারের নাম এবং ব্র্যান্ডের নাম জনপ্রিয় হয়ে যায়। এমনই এক জনপ্রিয় খাবারের ব্র্যান্ডের কথা আজ আপনাদেরকে এই প্রতিবেদনে বলব। যাদের জনপ্রিয়তার পেছনে রয়েছে এক অন্য কাহিনী।

   

আজ এখানে যার কথা বলা হচ্ছে, তিনি মাত্র ৫ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। যিনি জীবনে মাত্র ৫ টাকা মূল্যের লবণ বিক্রি করে আজ ৮৫০ কোটি টাকার একটি কোম্পানির মালিক। এমন কিছু কোম্পানি রয়েছে সেগুলি দেশের বাইরে তাদের ব্যবসা করে। আবার অনেক কোম্পানি আছে যারা দেশের মধ্যেই থেকে তাদের ব্যবসা বাড়ায়। এই কোম্পানি শহরেরই কোম্পানি। খুব অল্পসময়ের মধ্যেই সাফল্য অর্জন করেছে। বর্তমানে বড় কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে।

কোম্পানির মালিক বলেন যে যখন তিনি কোম্পানির শুরু করেছিলেন তখন ভাবেননি যে কোম্পানি এত বড় হবে। ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করেছিলেন। এই কোম্পানি হলো প্রতাপ নামকীন ব্র্যান্ড। ২০০৩ সালে এই ব্যবসা শুরু হয়েছিল। তবে এখন শুধুমাত্র ইন্দোরের মধ্যেই ব্যবসা সীমাবদ্ধ নেই। দেশের আরও ২৪ টি রাজ্যে এই ব্র্যান্ড ব্যবসা করছে। কোম্পানির মালিক অমিত বলেছেন যে এই যাত্রা অত সহজ ছিল না। কোম্পানিতে কাজ করতেন তখন সব সময় স্বপ্ন দেখতেন যে তার নিজের একটা ব্র্যান্ড থাকা উচিত, সেসময় ঝুঁকি নেওয়ার ক্ষমতা ছিল না তার।

এরপরেই ২০০১ সালে তিনি মনে করেন যে তার একটি ব্যবসা করা উচিত আর সেই থেকে তিনি ৫ টাকা দিয়ে লবণ বিক্রি করতে শুরু করেন। লবন এর প্রোডাক্ট মানুষের খুব পছন্দ হয়। এরপর তাকে ফিরে তাকাতে হয়নি তৈরি করে ফেলেছেন বিখ্যাত এই নামকীন ব্র্যান্ড।