Arijit

ফের কোহলিকে আউট করে নাথান লায়নের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন অ্যান্ডারসন

বুধবার থেকে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। পরপর উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যায় ভারত। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 78 রানে। এইদিন ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের সামনে কোন ভারতীয় ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই অ্যান্ডারসনের শিকার হয়েই মাত্র 7 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি।

   

2014 সালে ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল তখন অ্যান্ডারসনের কাছেই বারবার পরাস্ত হয়েছিলেন বিরাট। এবারের ভারত সফরেও সেই একই চিত্র ধরা পড়ছে। প্রথম টেস্ট থেকেই শুরু হয়েছে বারবার সেই অ্যান্ডারসনের কাছেই পরাস্ত হচ্ছেন বিরাট। এই নিয়ে টেস্টে সাতবার বিরাট কোহলিকে আউট করে দিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

এইদিন বিরাট কোহলিকে আউট করে অ্যান্ডারসন ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়নকে। এতদিন পর্যন্ত বিরাট কোহলিকে সবথেকে বেশি বার আউট করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন এর নামে। তিনি বিরাট কোহলিকে সাত বার আউট করেছিলেন। আর লিডস টেস্টের প্রথম দিনে বিরাট কোহলিকে আউট করে নাথান লায়নকে ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন। এই নিয়ে কোহলিকে সাত বার আউট করে ফেললেন অ্যান্ডারসন।