বলিউড,বিনোদন,অঙ্কিতা লোখন্ডে,ভিকি জৈন,স্মার্ট জোড়ি,টেলিভিশন,বিজেতা,Ankita Lokhande,Vicky Jain,Smart Jodi,Telivision,Winner,Bollywood,Entertainment

‘স্মার্ট জোড়ি’-র মুকুট জিতলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা ও তার স্বামী, ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। রিয়ালিটি টিভি শো ‘স্মার্ট জোড়ি’-এর অংশ ভিকি-অঙ্কিতা। পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনও ফাঁক রাখেন না এই দম্পতি। সম্প্রতি ভারতের প্রথম স্মার্ট জোডির খেতাব জিতে নিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন এই দম্পতি‌। পুরস্কার স্বরূপ ২৫ লক্ষ টাকার চেক সহ একটি সোনার ‘গাঁটবন্ধন’ তুলে দেওয়া হয়েছে অঙ্কিতা-ভিকির হাতে। বলাইবাহুল্য এই খবরের পর খুশির পারদ চড়েছে অনুরাগীদের মনে।

আজই অঙ্কিতা তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিজয় হাসিলের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সোনার গাঁটবন্ধনটি হাতে ধরে রয়েছেন অঙ্কিতা-ভিকি, এছাড়াও তাদের হাতে রয়েছে একটি ২৫ লক্ষ টাকার চেক‌। জয়ের আনন্দে চিৎকার করছে নবদম্পতি। এমতাবস্থায় ভিকিকে তাদের জয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই শো’এর মধ্যে দিয়েই আমরা একে অপরকে আরও নতুন করে চিনেছেন। গোটা সফরটি তাদের দুজনের জন্যই যথেষ্ট রোমাঞ্চকর ছিলো।

ভিকির কথার রেশ ধরে অঙ্কিতাও জানান,”আমরা শো জিতেছি কারণ আমরা সৎ ছিলাম। এই শোটি ছিল ভিকির সাথে সময় কাটানোর উপযুক্ত সময়। কারণ সে ছত্তিশগড়ের বিলাসপুরে থাকে এবং আমি বেশিরভাগ সময় মুম্বাইতে থাকি। বলাইবাহুল্য এটি আমাদের জন্য একটি নতুন সূচনা এবং আমরা এই শো’য়ের অংশ হতে পেরে নিজেদের ধন্য মনে করছি। শো চলাকালীন গত কয়েক মাসে একে অপরের সম্পর্কে অনেক নতুন কিছু আবিষ্কার করেছি আমরা।”
বলিউড,বিনোদন,অঙ্কিতা লোখন্ডে,ভিকি জৈন,স্মার্ট জোড়ি,টেলিভিশন,বিজেতা,Ankita Lokhande,Vicky Jain,Smart Jodi,Telivision,Winner,Bollywood,Entertainment

পবিত্র রিশতার অভিনেত্রী আরো বলেছেন যে, ভিকির পারফরম্যান্স দেখে তিনি তো রীতিমতো অবাক। অঙ্কিতা ভেবেছিলেন ভিকি হয়তো ক্যামেরার সামনে লজ্জা পাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুরো জোশ নিয়ে পারফর্ম করেছে সে। গত কয়েক মাস ধরে স্মার্ট জোড়ি শোতে অঙ্কিতা এবং ভিকির মধ্যে অনেক সুন্দর মুহুর্তের সাক্ষী হয়েছে দর্শকমহল। এই শো’তে তাদের অনেক ব্যক্তিগত কথাও ভাগ করে নিয়েছেন তারা। একটি প্রোমো ভিডিওতে অঙ্কিতা লং ডিসট্যান্স রিলেশনশিপ’এর সমস্যার কথা বলেছিলেন।

অঙ্কিতার কথায়,সত্যি বলতে, এই দীর্ঘ দূরত্বের সম্পর্ক সবার জন্য নয়। আমরা সদ্য বিয়ে করেছি, তবে এর আগে আমরা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলাম। ভিকি বিলাসপুরে থাকে, প্রথমে ভালোই মনে হয়েছিল… ও আমার কাছে কিছুক্ষণের জন্য আসতো এবং তারপর ফিরে যেত। কিন্তু বিয়ের পর থেকে এই দূরত্বের সম্পর্কটা একটু কঠিন হয়ে উঠেছে।’ এর আগে স্বামীকে কাছে চাইলেও উপায় ছিলোনা অভিনেত্রীর কাছে, এমতাবস্থায় এই শো’টি যে তাদের ব্যক্তিগত জীবনটাও সুন্দর করে তুলেছে তা বলাই বাহুল্য।

Avatar

Moumita

X